এক্সপ্লোর
Advertisement
মণিপুর বিধানসভায় শক্তিপরীক্ষায় জিতল বিজেপি
ইম্ফল: মণিপুরে আস্থাভোট জিতল বিজেপি নেতৃত্বাধীন জোট। ৬০ সদস্যের বিধানসভায় ৩৩জনের ভোট পেয়েছেন মুখ্যমন্ত্রী নংথোম্বাম বীরেন সিংহ।
বিজেপির ইয়ুমনাম খেমচাঁদ সিংহ বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। ১৬ তারিখ যে মন্ত্রিসভা শপথ নিয়েছে তাতে মুখ্যমন্ত্রী সহ বিজেপি বিধায়ক মাত্র ২জন। শরিক দল এনপিপির ৪, এনপিএফ ও এলজেপির ১জন করে বিধায়ককে মন্ত্রিসভায় জায়গা দিতে হয়েছে। এছাড়াও যে কংগ্রেস বিধায়ক পদ্মে নাম লিখিয়েছেন, মন্ত্রীপদ পেয়েছেন তিনিও।
বৃহস্পতিবার থেকে দলের সমস্ত বিধায়ককে গুয়াহাটির কাছে এক হোটেলে রেখে দিয়েছিল বিজেপি। তাঁদের সঙ্গেই ছিলেন এক নির্দল ও তৃণমূলের এক বিধায়ক। কংগ্রেসও তাদের বাকি ২৭ বিধায়ককে নিয়ে গিয়ে তোলে ইম্ফলে এক বিধায়কের বাড়িতে।
এবারের বিধানসভা ভোটে ২১টি আসন পায় বিজেপি। তবে ২৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয় কংগ্রেস। কিন্তু এনপিপি ও এনপিএফের ৪জন করে মোট ৮ বিধায়কের সমর্থন পায় বিজেপি। এলজেপির ১ বিধায়ক তাদের সমর্থন করেন। কংগ্রেস ও তৃণমূলের ২ বিধায়কও ঢলে পড়েন তাদের দিকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement