কাশ্মীর: জমি কেনার ইচ্ছাপ্রকাশ বিজেপি নেতা-মন্ত্রীদের
বিজেপি বিধায়ক লোবো বলেন, আমি কাশ্মীরে জমি কেনার কথা ভাবছি। আমি সেখানে বাড়ি বানাব। আমি সেখানে আমার সকল বিধায়ক বন্ধুদের আমন্ত্রণ করব।
পানাজি ও গোরক্ষপুর: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা কেন্দ্র বিলোপ করার পর থেকেই উপত্যকায় জমি কেনার ইচ্ছাপ্রকাশ বিজেপি নেতা-মন্ত্রীদের। মঙ্গলবার, গোয়ার বন্দর মন্ত্রী মাইকেল লোবো জানান, কাশ্মীরে নিজের বাড়ি তৈরি করতে জমি কিনবেন। তাঁর ইচ্ছা, রাজনীতি থেকে অবসর নেওয়ার পর তিনি কাশ্মীরেই থাকবেন। এদিন গোয়া বিধানসভায় জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্রের ‘ঐতিহাসিক’ সিদ্ধান্তের প্রশংসাসূচক প্রস্তাব নিয়ে বক্তব্য রাখার সময় বিজেপি বিধায়ক লোবো বলেন, আমি কাশ্মীরে জমি কেনার কথা ভাবছি। আমি সেখানে বাড়ি বানাব। আমি সেখানে আমার সকল বিধায়ক বন্ধুদের আমন্ত্রণ করব। লোবোর মতোই কাশ্মীরে জমি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন গোরক্ষপুরেরে বিজেপি বিধায়ক রাধামোহন দাস অগ্রবালও। তিনি আবার আরও একধাপ এগিয়ে জানান, কেনার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। অগ্রবাল বলেছেন, ইতিমধ্যেই কাশ্মীরের এক বন্ধুকে তিনি বিষয়টি তদ্বির করতে বলেছেন।