মুম্বইয়ে মুসলিম জনসংখ্যা অনুপাতে পুর বরাদ্দ দাবি, ওয়েইসির বিরুদ্ধে ব্য়বস্থা চেয়ে কমিশনে বিজেপি
মুম্বই: ফের বিতর্কে আসাদুদ্দিন ওয়েইসি। মুম্বই মহানগরীতে মুসলিম জনসংখ্যার অনুপাতে তাদের জন্য পুর বাজেটে বরাদ্দ ধার্য করার দাবি করেছেন তিনি। গতকাল এক জনসভায় এআইএআইএম প্রধান বলেন, বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-র ওয়ার্ডগুলিতে মোট জনসংখ্যার ২১ শতাংশই মুসলিম। বিএমসি-র মোট বাজেট ৩৬ হাজার কোটি টাকার হলে মুসলিমদের উন্নয়নে ৭৭০০ কোটি টাকা বরাদ্দ হওয়া উচিত। মুসলিমদের উন্নয়ন হয়নি। বিএমসি-র আসন্ন নির্বাচনে লড়ছে ওয়েইসির দল, যাদের উত্স হায়দরাবাদে। মহারাষ্ট্রে দুজন বিধায়কও আছে তাদের। গতকালের সমাবেশ থেকেই ভোটপ্রচার শুরু করলেন তিনি।
ওয়েইসির দাবিতে তীব্র আপত্তি তুলে রাজ্য নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছে বিজেপি। শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে তারা বিএমসি চালাচ্ছে। ওয়েইসির বক্তব্যকে 'উসকানিমূলক', 'আইনবিরোধী' আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন মুম্বই বিজেপির প্রধান আশিস শেলার। বলেছেন, একটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার অনুপাতে বরাদ্দ নির্ধারণের দাবি করায় তাঁর নিন্দা করছি আমরা। ওয়েইসির মন্তব্যে আপত্তি ওঠা এই প্রথম নয়। অতীতে বেফাঁস মন্তব্য করে ঘৃণা, উসকানি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে বেশ কয়েকবার উঠেছে।