জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, ২৫ জুন বর্ষপূর্তির দিন ‘কালা দিবস’ পালনের সিদ্ধান্ত বিজেপি
নয়াদিল্লি: ১৯৭৫ সালে দেশে জারি হওয়া জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদস্বরূপ আগামী ২৫ জুন ‘কালা দিবস’ পালন করতে চলেছে বিজেপি। এই মর্মে, কোথায় কী ভাবে প্রতিবাদ জানানো হবে এবং সেদিন কী কী কর্মসূচি থাকবে, তার বিস্তারিত পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি করে রেখেছে শাসক দল। সূত্রের খবর, সেদিন ২৫ জন কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে যোগ দেবেন।
বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ ছাড়া, রাজ্যস্তরের নেতারা দেশের বিভিন্ন জেলায় গিয়ে জরুরি অবস্থা সময়কার ‘অন্ধকার অধ্যায়’ নিয়ে মানুষের কাছে তুলে ধরবেন। বলা হবে, কীভাবে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী দেশে জরুরি অবস্থা জারি করতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। বলা হবে কীভাবে, ওই ঘটনা দেশের ইতিহাসের ‘অন্ধকারতম অধ্যায়’ হয়ে উঠেছিল। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ—এই ২১ মাস দেশে জারি ছিল জরুরি অবস্থা।
প্রায়ই কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে এনেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। যেমন, বর্তমান সরকারের আমলে তাঁদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে যাঁরা দাবি করেন, তাঁদের পাল্টা দিতে গিয়ে সম্প্রতি বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, যাঁরা কণ্ঠরোধ ও মনে ভীতির কথা বলছেন, তাঁরা আমাদের ভাষণ দিতে আসবেন না। কারণ, তাঁরাই সেই জন, যাঁরা দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন।