এক্সপ্লোর
Advertisement
সংবিধান আক্রান্ত, রাজনৈতিক স্বার্থে মিথ্যাকে কাজে লাগাচ্ছে বিজেপি, কংগ্রেসের সত্যের পথে, বললেন রাহুল
নয়াদিল্লি: কংগ্রেসের ১৩৩-তম প্রতিষ্ঠা দিবসে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার জন্য মিথ্যাকে ব্যবহার করার অভিযোগ তুললেন রাহুল গাঁধী। বিজেপি দেশের সংবিধানকে আক্রমণ করছে বলেও অভিযোগ করেন তিনি। দিনকয়েক আগে কংগ্রেস সভাপতি পদে বসা রাহুল বলেছেন, তাঁর দলের কাছে সত্য ও তাকে রক্ষা করাই মূল বিষয়। বিজেপি 'মিথ্যার জাল' ছড়াচ্ছে বলে অভিযোগ করে রাহুলের ঘোষণা, ক্ষতি সইতে বা ভোটে হারতে হলেও তাঁর দল সত্যকে রক্ষা করবে।
বৃহস্পতিবার আকবর রোডে কংগ্রেস সদর দপ্তরে কংগ্রেসের পতাকা উত্তোলন করেন রাহুল, এই প্রথম। ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সহ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য সহ প্রথম সারির নেতারা।
নাম না করেই কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ের দেশের সংবিধান সংশোধন করা সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের প্রতি ইঙ্গিত করে রাহুল বলেন, ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির একটি হল, যেদিন দেশ সংবিধান পেয়েছিল। কিন্তু তা এখন আক্রান্ত হচ্ছে। আজ কষ্ট হয় যখন দেখি, সেই দলিল টার্গেট হচ্ছে। এটা আমাদের দেশের ভিত্তি, যা আমাদের দিয়েছে কংগ্রেস দল, দিয়েছেন শ্রী অম্বেডকর। বিজেপির প্রথম সারির নেতারা নানা মন্তব্য করছেন, পিছন থেকে তলে তলে সংবিধানের ওপর হামলা করা হচ্ছে। কংগ্রেস ও প্রতিটি নাগরিকের কর্তব্য হল, সংবিধান ও প্রতিটি মানুষের অধিকার, নিজস্ব মতামত রক্ষা করা।
বিজেপি রাজনৈতিক স্বার্থ পূরণে মিথ্যাকে কাজে লাগানো যায়, এই মৌলিক ধারণার ওপর দাঁড়িয়ে কাজ করে বলে কটাক্ষ করেন রাহুল। বলেন, ওদের সঙ্গে আমাদের পার্থক্য এখানেই। আমরা কষ্ট পেতে পারি, ভোটে ভাল ফল না করতে পারি, এমনকী হেরেও যেতে পারি, তবে সত্যকে ত্যাগ করব না, তাকে রক্ষা করব।
কংগ্রেসের 'গর্বের' ইতিহাসের উল্লেখ করেও রাহুল বলেন, তাঁর দল শতাব্দীর বেশি সময় ধরে দেশের স্বার্থে কাজ করছে। কংগ্রেসের মৌলিক ভাবনাই হল সত্য। আমরা সত্যকে সঙ্গে নিয়ে চলি, সত্যের জন্য লড়াই করি। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনন্ত কুমার হেগড়ে সম্প্রতি কর্নাটকে মন্তব্য করেন, মানুষের উচিত, কে কোন ধর্মের, সেই পরিচয় ব্যবহার করা, যারা নিজেদের রক্তের পরিচয় না জেনে ধর্মনিরপেক্ষ বলে বড়াই করে, তাদের আসলে বংশ পরিচয় নেই, পরিচয় নেই। আমরা সংবিধান বদলাতে এসেছি, সেটা করবও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement