ব্লু হোয়েল: শিশুদের মতো গেমের খপ্পরে বড়রাও, বিস্ময় দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি: এবার ব্লু হোয়েল অনলাইন গেম ও তার সঙ্গে জড়িয়ে পড়া একের পর এক শিশু-আত্মহত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট।
জনৈক আইনজীবী গুরমীত সিংহের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি হরিশঙ্করের নেতৃত্বাধীন বেঞ্চ বিস্ময় প্রকাশ করে জানায়, কেন প্রাপ্তবয়স্করা এই গেমের চক্করে পড়ছেন, যেখানে নিজের শরীরের ক্ষতি করতে বাধ্য করে গেমের পরিচালকরা!
বেঞ্চ জানায়, শিশুমন এই গেমের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তবুও মানা যায়। তাই বলে, বড়রা কী করে এর মধ্যে জড়িয়ে পড়ছেন, তা ভাবনার অতীত। আদালতের প্রশ্ন, যদি কোনও প্রাপ্তবয়স্ককে বলা হয় বাড়ির মাথা থেকে ঝাঁপ দিতে, তাহলে কেন তিনি দেবেন? বিচারপতিদের উষ্মা, এক্ষেত্রে শিশু ও বড়—সকলেই একই কাজ করছেন।
প্রসঙ্গত, গত ১১ তারিখ এক নির্দেশিকা জারি করে ব্লু হোয়েল গেমের লিঙ্ক ইন্টানরেট থেকে সরিয়ে নিতে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ও ইয়াহু সহ প্রধান অনলাইন সংস্থাকে নির্দেশ দেয় কেন্দ্র।
এদিন অবশ্য এই প্রসঙ্গে কোনও রায় দেয়নি আদালত। তবে, আদালত জানতে চেয়েছে এই গেম ডাউনলোড করার বিষয়ে সরকার কোনও নিষেধাজ্ঞা জারি করেছে কি না। মামলার আগামী শুনানি ২২ তারিখ।