মুম্বই: খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ, ২ দিন পর নালা থেকে উদ্ধার চিকিৎসকের দেহ
![মুম্বই: খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ, ২ দিন পর নালা থেকে উদ্ধার চিকিৎসকের দেহ Body Of Missing Doctor Found In Nullah In Worli মুম্বই: খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ, ২ দিন পর নালা থেকে উদ্ধার চিকিৎসকের দেহ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/31172302/deepak-amrapurkar-580x3951.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মুম্বইয়ের ওরলি অঞ্চলের একটি নালা থেকে উদ্ধার হল নিখোঁজ বিশিষ্ট চিকিৎসক দীপক অম্রপুরকরের দেহ।
গত মঙ্গলবার, প্রবল বৃষ্টির মধ্যে এলিফিনস্টোন রোড স্টেশন লাগোয়া জলমগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় খোলা ম্যানহোলে পড়ে তলিয়ে যান তিনি। এদিন তাঁর দেহ উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী।
পুলিশ জানিয়েছে, বম্বে হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ৫৮ বছরের অম্রপুরকর মঙ্গলবার বিকেলে গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। কিন্তু, রাস্তা জলমগ্ন হওয়ার কারণে, স্টেশনের কাছে গাড়ি রেখে হাঁটতে শুরু করেন।
ঘটনা জানাজানি হতেই উদ্ধারকার্যে নামে পুলিশ, দমকল। দাদর পুলিশ স্টেশনে একটি রিপোর্টও দায়ের করা হয়। এদিন ভোর সাড়ে ৬টা নাগাদ তাঁর দেহ ওই নালায় ভেসে ওঠে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পুর-কর্তৃপক্ষের কোনও গাফিলতি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)