এক্সপ্লোর
আদিত্য পাঞ্চোলিকে ফোন করে ২৫ লক্ষ টাকা দাবি, থানায় অভিযোগ দায়ের

মুম্বই: মুন্না পূজারী নামে এক ব্যক্তি গত দু’দিন ধরে ফোন করে ২৫ লক্ষ টাকা দাবি করছে বলে থানায় অভিযোগ দায়ের করলেন বলিউডের অভিনেতা আদিত্য পাঞ্চোলি। তিনি মুম্বইয়ের ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেছেন। এই অভিনেতার অভিযোগ, টাকা না দিলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দিচ্ছে মুন্না। ভারসোভা থানার পুলিশ ইন্সপেক্টর কিরণ কালে বলেছেন, এখনও পর্যন্ত এফআইআর দায়ের করা হয়নি। তবে আদিত্যর অভিযোগের ভিত্তিতে তাঁরা তদন্ত শুরু করেছেন। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে ফোন করা হয়েছে আদিত্যকে। কিছুদিন আগেই আদিত্যর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর বিরুদ্ধে পাল্টা আন্ধেরি থানায় অভিযোগ দায়ের করেন আদিত্য ও তাঁর স্ত্রী। ফের থানায় যেতে হল আদিত্যকে। তবে এবার সম্পূর্ণ অন্য কারণে। কিছুদিন আগেই মহেশ ভট্টকে ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করে সন্দীপ সাহু নামে এক ব্যক্তি। সে হুমকি দেয়, দাবি অনুযায়ী টাকা না দিলে মহেশের স্ত্রী সোনি রাজদান ও মেয়ে আলিয়াকে খুন করা হবে। সন্দীপকে গ্রেফতার করে পুলিশ। তবে আদিত্যকে হুমকি দেওয়া মুন্না এখনও গ্রেফতার হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স




















