এক্সপ্লোর
সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, অন্যত্র সরিয়ে নেওয়া হল জম্মুর কালসিয়ানের বাসিন্দাদের

জম্মু: জম্মু-কাশ্মীরে ভারত-পাক সীমান্ত এলাকা কালসিয়ানের ১৩০০-রও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হল অন্যত্র। সূত্রের খবর, রাজৌরি জেলার নওসেরা এলাকার কালসিয়ানে সীমান্ত লাগোয়া বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকা সীমান্তের খুবই কাছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কালসিয়ান বর্ডারে পাকিস্তানি ট্রুপের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের জন্যই খালি করে দেওয়া হয়েছে ওই এলাকা। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সীমান্ত লাগোয়া এলাকার মানুষদের। উল্লেখ্য, ২০০০ সালের অগস্টে পাকিস্তানি ট্রুপ নওসেরা সেক্টর দখল করা চেষ্টা করলে সেই পরিকল্পনা বানচাল করে দেয় ভারতীয় সেনাবাহিনী। মারা যায় ৩ পাক সেনা। তাই এবারেও তাদের লক্ষ্য হতে পারে এই সেক্টর। প্রসঙ্গত, গতকালই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। নওউসেরা সেক্টরের ঝানগর, কালিসন, মকরি এবং পালানওয়লা সেক্টরর গিগ্রিয়াল, প্লাটান, দামানু, চান্নি এলাকায় মর্টার শেল ছোঁড়ে তারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। পালানওয়ালা সেক্টরে আহত হয়েছেন এক ভারতীয় জওয়ান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















