এক্সপ্লোর
না বলে প্রতিবেশীর বাড়িতে, পেটে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে নৃশংস মার, মৃত্যু কিশোরের

গাজিয়াবাদ: বিনা অনুমতিতে বাড়িতে ঢোকায় প্রতিবেশীদের নৃশংস মারে মৃত্যু হল এক কিশোরের। পুলিশ জানিয়েছে, ১৪ বছরের ওই কিশোর না বলে প্রতিবেশীর বাড়িতে ঢুকেছিল। সেই ‘অপরাধে’ লাঠি দিয়ে নৃশংসভাবে মারধর করা হয় তাকে। পেটে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। পুলিশ আধিকারিক রাকেশ পান্ডে জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি ইভ-টিজিং-এর ঘটনা বলেই মনে করা হচ্ছে। জিশান নামে ওই কিশোর ফলের রস বিক্রি করে। তার বিরুদ্ধে অভিযোগ, কোনও বদ মতলব নিয়ে রাতে প্রতিবেশীর বাড়িতে ঢুকেছিল সে। ওই পরিবারের মেয়েকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জিশানের বাবা শাউকিন জানিয়েছেন, না বলে অন্যের বাড়িতে ঢোকায় তাঁর ছেলেকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটানো হয়। পেটে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেওয়া হয়। নির্মম অত্যাচারে মারা যায় তাঁর ছেলে। আরও জানান, বাঁচাতে গেলে মারধর করা হয় তাঁকেও। অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পোস্টমর্টেমে পাঠানো হয়েছে জিশানের দেহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















