এক্সপ্লোর
Advertisement
ভারতীয় মুসলিমদের পাকিস্তানি বললে ৩ বছরের কারাদণ্ড হোক:আসাদুদ্দিন ওয়েইসি
নয়াদিল্লি: ভারতীয় মুসলিমদের যদি কেউ পাকিস্তানি বলে, তাহলে সেই ব্যক্তিকে আইনি পথে শাস্তি দেওয়ার ব্যবস্থা চালু হোক, প্রস্তাব অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদুদ্দিন ওয়েইসির। যে এই অন্যায় করবে, সেই ব্যক্তির তিন বছর পর্যন্ত জেল হেফাজতের দাবি তুলেছেন ওয়েইসি।
তারপরই তিনি বলেন, তাঁর এই প্রস্তাবে কর্ণপাত করবে না সরকার, সেবিষয়ে তিনি ১০০ শতাংশ নিশ্চিত। বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকার এধরনের কোনও বিল কখনই আনবে না বলে দাবি ওয়েইসির।তিনি আরও বলেন, যেসমস্ত মুসলিমরা ভারতে থাকেন, তাঁরা কেউই মহম্মদ আলি জিন্নার দুই-রাষ্ট্র তত্ত্বকে সমর্থন করেন না। এছাড়া এআইএমআইএম-এর সভাপতির মত, তিন তালাক বিল আসলে নারী-বিরোধী।
সম্প্রতি ওয়েইসি কেন্দ্রের তিন তালাক বিলের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর দাবি, এই বিল আসল সামাজিক সমস্যার কোনও সমাধান করতে পারবে না। এছাড়াও তিনি মনে করেন তিন তালাক বিল ব্যবহার করে, মুসলিম পুরুষদের চক্রান্ত করে জেলেও পাঠানো সম্ভব। তারপরই তিনি পণের জন্যে বধূহত্যার কথা উল্লেখ করে বলেন, অতীতে পণ প্রথার বিরুদ্ধে বিভিন্ন আইন চালু হলেও, মহিলাদের ওপর নির্যাতন এখনও একটুও কমেনি। কাজেই তিনি মনে করেন, এই তিন তালাক বিল সমস্যার মূলে গিয়ে কোনও সমাধানই করতে পারবে না।
এদিকে আগে ওয়েইসিকেও ‘গো টু পাকিস্তানে’র মতো স্লোগান শুনতে হয়েছে। ২০১৬ সালের মার্চে এই দাবি তুলেছিল শিবসেনা, কারণ, তিনি ‘ভারত মাতা কি জয়’ বলতে অস্বীকার করেন। শিবসেনা নেতা রামদাস কদম বলেছিলেন, ওয়েইসির ভারতে থাকার কোনও অধিকার নেই, কারণ, তিনি এদেশকে সম্মান করেন না। শিবসেনা নেতাই বলেন, হয় তিনি পাকিস্তানে ফিরে যাক, না হলে দেশ থেকে তাঁকে বের করে দেওয়া হোক। সেসময় ‘ভারত মাতা কি জয়’ বলা প্রসঙ্গে ওয়েইসি বলেছিলেন, তিনি কখনওই সেটা বলবেন না। কারণ, ভারতীয় সংবিধান ‘ভারত মাতা কি জয়’ বলা বাধ্যতামূলক করেনি। তাঁর গলায় ছুরি রাখলেও, তিনি একথা বলবেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement