এক্সপ্লোর
Advertisement
জম্মুতে বিএসএফ ও পাক রেঞ্জার্সের ফ্ল্যাগ মিটিং
জম্মু: নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনীর গুলিতে এদিন এক সেনা জওয়ান ও এক নাবালিকার মৃত্যু হয়েছে। এরইমধ্যে জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত এলাকা সাম্বায় ফ্ল্যাগ মিটিং করল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এবং পাক রেঞ্জার্স। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীই শান্তি বজায় রাখার ‘প্রতিশ্রুতি’ দিয়েছে। পাক রেঞ্জার্সের অনুরোধ ক্রমেই কম্যান্ডান্ট-উইং কম্যান্ডার পর্যায়ের এই ফ্ল্যাগ মিটিং হয়েছে বলে বিএসএফের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন।
ওই আধিকারিক জানিয়েছেন, বৈঠকে দুই পক্ষের কম্যান্ডাররা সাম্বা সেক্টরে সাম্প্রতিক ‘বিনা প্ররোচনায়’ গুলি চালানোর ঘটনা সহ সীমান্ত ব্যবস্থাপনার অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
উল্লেখ্য, এদিনই ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল এ কে ভট্ট এদিন পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেছেন সাফ জানিয়ে দিয়েছেন, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ভারতের প্রত্যাঘাতের অধিকার রয়েছে।
এদিন ভারতের জিজিএমও পাকিস্তানের ডিজিএমও-র সঙ্গে টেলিফোনে কথা বলেন। কড়া বার্তা দেওয়ার পাশাপাশি ভারতের ডিজিএমও বলেছেন, নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করে ভারতীয় সেনা বাহিনী।
এরইমধ্যেই আজ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাট মিটিং হল। বিএসএফের ওই আধিকারিক জানিয়েছেন, ছোটখাটো বিষয় নিষ্পত্তির জন্য যখন প্রয়োজন হবে তখন উভয় পক্ষের ফিল্ড কম্যান্ডারদের মধ্যে তাত্ক্ষণিক যোগাযোগ স্থাপন ফের শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছে দুই পক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement