এক্সপ্লোর
Advertisement
অযোধ্যার বসপা প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ফৈজাবাদ: অযোধ্যা বিধানসভা কেন্দ্রের বহুজন সমাজবাদী পার্টি প্রার্থী বাজমি সিদ্দিকির বিরুদ্ধে ছয় সঙ্গীকে নিয়ে জোর করে একটি বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। সিদ্দিকির পাঁচ সঙ্গীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বসপা প্রার্থী ও তাঁর এক সঙ্গীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সিদ্দিকি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এবারের নির্বাচনে বসপা এবং তাঁর জয়ের সম্ভাবনা দেখেই রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ফৈজাবাদের কোতওয়ালি থানা এলাকার পুরনো সব্জি মান্ডি অঞ্চলের ওই বাড়িটিতে ঢুকে এক প্রতিবন্ধী মহিলা সহ পরিবারের লোকজনকে মারধর করে ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে সিদ্দিকি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, তিন মাস আগেও বসপা প্রার্থী ওই মহিলাকে ধর্ষণ করেছিলেন। কিন্তু স্থানীয় পুলিশ অভিযোগ ধামাচাপা দেয়। ফৈজাবাদ ও লখনউতে সিদ্দিকির বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement