এক্সপ্লোর
Advertisement
ফের চালু হতে পারে বোফর্স তদন্ত, সুপ্রিম কোর্টে যেতে কেন্দ্রের সম্মতি চায় সিবিআই
নয়াদিল্লি: ফের বোফর্স তদন্ত শুরু করতে আগ্রহী সিবিআই। এ জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে তারা বলেছে, ২০০৫-এ ওই তদন্ত বন্ধের যে সিদ্ধান্ত হয় তা পুনর্বিবেচনা করতে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন ফাইল করতে তারা কেন্দ্রের সম্মতি চায়।
কেন্দ্রের পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বিভাগে চিঠি দিয়ে সিবিআই বলেছে, ২০০৫-এর ৩১ মে বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খারিজ করার জন্য দিল্লি হাইকোর্ট যে নির্দেশ দেয়, তার বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশন দাখিল করতে চায় তারা। সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, সিবিআই ২০০৫-এই এসএলপি ফাইলের পক্ষে ছিল, কিন্তু তৎকালীন ইউপিএ সরকার সম্মতি দেয়নি। কিন্তু কেন ১২ বছরের বেশি সময় বিষয়টি ফেলে রাখা হল তা নিয়ে আদালতে সিবিআইকে অনেক ব্যাখ্যা দিতে হতে পারে।
২০০৫-এর রায়ের আগে ২০০৪-এ দিল্লি হাইকোর্টই বোফর্সের যাবতীয় অভিযোগ থেকে অব্যাহতি দেয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীকে।
সিবিআই গতকাল বলেছে, রাজীব গাঁধীর আমলে কংগ্রেস সরকার তাঁর বোফর্স সংক্রান্ত তদন্ত চেপে দিয়েছিল বলে মাইকেল হার্শম্যান নামে জনৈক বেসরকারি গোয়েন্দা যে অভিযোগ করেন, তা খতিয়ে দেখবে তারা। হার্শম্যানের অভিযোগ ছিল, বোফর্স কেলেঙ্কারির ঘুষের টাকা সুইস ব্যাঙ্কে জমা পড়ে। এ বিষয়ে তাঁর তদন্তে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী অত্যন্ত অসন্তুষ্ট হন বলে তাঁর অভিযোগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement