তৎকাল টিকিট কেলেঙ্কারিতে গ্রেফতার সিবিআই প্রোগ্রামার

নয়াদিল্লি: তৎকাল টিকিট কেলেঙ্কারিতে সিবিআইয়ের প্রোগ্রামারই গ্রেফতার।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, অজয় গর্গ নামে ওই অ্যাসিস্টেন্ট প্রোগ্রামারের বিরুদ্ধে অভিযোগ, অবৈধ সফটওয়্যারের মাধ্যমে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কারচুপি করতেন তিনি। এর মাধ্যমে এক লপ্তে কয়েক শ’জনের টিকিট বুক হয়ে যেত।
সিবিআই জানিয়েছে, ২০১২ সালে সিবিআই-তে যোগ দেন গর্গ। তার আগে ২০০৭ থেকে ২০১১—প্রায় চার বছর রেলের অধনস্থ আইআরসিটিসিতে কাজ করতেন ওই প্রোগ্রামার। সেখানেই তিনি টিকিট-বুকিং ব্যবস্থার মধ্যে ফাঁকফোঁকর খুঁজে বের করেন।
এদিন গর্গের সঙ্গে অনিল গুপ্ত নামে তাঁর এক ঘনিষ্ঠ সহযোগীকেও গ্রেফতার করেছে সিবিআই। অভিযোগ, বিশাল অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন এজেন্টদের ওই সফটওয়্যার বেচতেন অনিল। ইতিমধ্যেই, ১০ এজেন্টকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে সাত এজেন্ট জৌনপুর এবং বাকি তিন মুম্বইয়ের।
অন্যদিকে, নিন্মমানের কেবল সরবরাহ করে রেলের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার প্রতারণা করার জন্য কেন্দ্রীয় সংস্থা রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (আরডিএসও)-র সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এম কে সিংহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিবিআই।
এই মামলায় সিংহের সঙ্গে অভিযুক্ত হয়েছে জি ক্যাব ইন্ডাস্ট্রিজ ও তার ডিরেক্টর রূপকুমার লাল। পাশাপাশি, আরও কয়েকজন সরকারি বেসরকারি সংস্থার অধিকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।






















