মাত্রাতিরিক্ত টাকা আদায় রুখতে সব বেসরকারি স্কুলের ফি-কাঠামো চেয়ে পাঠাল সিবিএসই
নয়াদিল্লি: পড়ুয়াদের ওপর ‘অযৌক্তিক’ ফি ও ‘লুকনো খরচ’ ধার্য করা রুখতে এবার বেসরকারি স্কুলগুলি থেকে তাদের গত সাত বছরের ফি-কাঠামো সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠাল সিবিএসই।
সম্প্রতি, বেসরকারি স্কুলগুলিকে ইউনিফর্ম ও পাঠ্যপুস্তক বিক্রি বন্ধ করার নির্দেশ দেয় সিবিএসই। এবার, অতিরিক্তি ফি আদায় করা থেকে স্কুলগুলিকে রুখতে ময়দানে নামল কেন্দ্রীয় বোর্ড।
এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, আমরা স্কুলগুলিকে নির্দেশ দিয়েছি, অতিরিক্ত বা অযৌক্তিক ফি না ধার্য করতে। ফি চাওয়ার একটা যৌক্তিকতা থাকা উচিত। তাছাড়া, কোনও লুকনো খরচও চাপানো উচিত নয়। কারণ, সেটি অভিভাবকদের কাছে আরও বিরক্তিকর।
তিনি জানান, স্কুলগুলি থেকে তাদের গত সাত বছরের ফি কাঠামো ও ফি বৃদ্ধির যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে সিবিএসই। তিনি যোগ করেন, বহু স্কুল ইতিমধ্যেই সেই তথ্য পাঠিয়ে দিয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। যারা এখনও পাঠায়নি, তাদের জরিমানা করে সতর্ক করা হয়েছে।
তবে, যদি দেখা যায় স্কুলগুলি মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধি করেছে বা তাদের ফি-কাঠামো অতিরিক্ত বেশি, তাহেল কী শাস্তি বা জরিমানা হবে, সেই বিষয়ে কোনও আলোকপাত করেননি জাভড়েকর।