নবম ও একাদশ শ্রেণির পরীক্ষায় বইয়ের সহায়তা নয়, সিদ্ধান্ত সিবিএসই-র

নয়াদিল্লি: পরীক্ষার হলে আর বইয়ের সহায়তা নিতে পারবে না নবম ও একাদশ শ্রেণির পড়ুয়ারা। ঘোষণা সিবিএসই-র।
এদিন সিবিএসই-র তরফে জানানো হয়েছে, ওপেন টেক্সট বেসড অ্যাসেসমেন্ট (ওবিটিএ)-র বিষয়ে বিভিন্ন স্কুল থেকে নেতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। যার পর সূচনার দুবছর পর প্রত্যাহার করা হল এই সুবিধা। বোর্ডের মতে, এতে পড়ুয়াদের নিজস্ব ভাবনাচিন্তা লোপ পাচ্ছিল।
এদিন বোর্ডের এক উচ্চ পদাধিকারী জানান, বিভিন্ন মহেলর সঙ্গে আলোচনার করার পরই ২০১৭-১৮ মরশুম থেকে নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের আর এই সুযোগ দেওয়া হবে না।
প্রসঙ্গত, ২০১৪ সালের মার্চ মাসে নবম শ্রেণির হিন্দি, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অর্থনীতি, ভূগোল ও জীবনবিদ্যায় ওবিটিএ-র সুযোগ পেত পরীক্ষার্থীরা।
ওবিটিএ-র আওতায় পড়ুয়াদের পরীক্ষার চারমাস আগে স্টাডি মেটেরিয়াল দেওয়া হত এবং পরীক্ষার সময় তাদের সেই কেস স্টাডি সম্বলিত মেটেরিয়াল হলে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হত। উদ্দশ্য ছিল, পরীক্ষার্থীরা যাতে ওই তথ্যগুলির নকল না করে তার বাস্তব প্রয়োগ করতে পারে।
আরেকটি সিদ্ধান্তে, সিবিএসই-র তরফে জানানো হয়েছে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ২০২০ সালের আগে বাধ্যতামূলক করা হচ্ছে না তিন ভাষাকে। গত ডিসেম্বরে সিবিএসই-র তরফে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে একটি প্রস্তাব দেওয়া হয়, যেখানে দশম শ্রেণির পড়ুয়াদের ইংরেজি বাদ দিয়ে আরও দুটি ভাষা-বিষয় থাকবে।
বর্তমানে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন ভাষা পড়ানো হয়। নবম ও দশম শ্রেণিতে ইংরেজি ছাড়া আরও একটি ভাষা পড়ানো হয়। এদিন বোর্ডের এক আধিকারিক জানান, যে সব পড়ুয়ারা ২০১৯-২০ সালে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসবে, তারাই নতুন স্কিমের আওতায় তিন ভাষায় পরীক্ষা দেবে। তিনি যোগ করেন, এর আগের ব্যাচের ওপর নতুন সিদ্ধান্ত চাপাতে চাইছে না কেন্দ্র।






















