এক্সপ্লোর

CCS Deal On Tejas: ৪৮ হাজার কোটি টাকা ব্যয়ে বায়ুসেনা পাচ্ছে জন্য ৮৩টি 'তেজস মার্ক-১এ' যুদ্ধবিমান, অনুমোদন কেন্দ্রের

"অদূর ভবিষ্য়তে দেশীয় তেজস হতে চলেছে বায়ুসেনার যুদ্ধবিমানের মেরুদণ্ড...", মন্তব্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের

নয়াদিল্লি: আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনার ডানা। দেশের বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হবে সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮৩টি 'তেজস মার্ক-১এ' লাইট কমব্যাট এয়ারক্র্যাফট(এলসিএ)। এই মর্মে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে কেন্দ্রের নিরাপত্তা কমিটি।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ওই বৈঠক বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, শীর্ষ সামরিক কর্তারা। সেখানেই ১০টি প্রশিক্ষণ বিমান সহ ৮৩টি তেজস মার্ক-১এ ফাইটার জেট কেনার বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়। এর জন্য খরচ হবে প্রায় ৪৮ হাজার কোটি টাকা।

বৈঠকের পর ট্যুইটারে রাজনাথ লেখেন, ভারতে প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে দিগন্ত-সৃষ্টিকারী হতে চলেছে তেজস যুদ্ধবিমান। তিনি আরও জানান, অদূর ভবিষ্য়তে দেশীয় তেজস হতে চলেছে বায়ুসেনার যুদ্ধবিমানের মেরুদণ্ড। এই বিমানের নৌ-সংস্করণ সম্প্রতি ভারতীয় রণতরী আইএনএস বিক্রমাদিত্যর ওপর সফল অ্যারেস্টেড ল্যান্ডিং প্রক্রিয়া সম্পন্ন করেছে।

তেজস হল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) নির্মিত চতুর্থ-প্রজন্মের ফাইটার জেট। নিজ শ্রেণিতে এটিই হল বিশ্বের সবচেয়ে ছোট ও হাল্কা বিমান। ডেলটা উইংয়ের দৌলতে তেজস-এর ম্যানুভারাবিলিটি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এই নকশার ফলে, মাঝ-আকাশের লড়াইয়ে (ডগফাইট) দুরন্ত প্রমাণিত হয়েছে তেজস।

মূলত, এয়ার সুপিরিয়রিটি ফাইটার (অনেকটা সুখোই-৩০ এমকেআই বিমানের ধাঁচে) হলেও, ভূমি ও জাহাজ-বিধ্বংসী ভূমিকাও পালন করতে সক্ষম তেজস। এই বিমানে অত্যাধুনিক ফ্লাই-বাই-ওয়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। এর ফলে, বিমান ম্যানুভারিংয়ে পাইলটের বেশি মনোনিবেশ করতে হয় না। বিমান তা অনেকটাই নিজের মতো করে নেয়। ফলত, শত্রুর ওপর বেশি মনোনিবেশ করতে সক্ষম হন পাইলট।

তেজস বিমানে একাধিক স্টেল্থ বৈশিষ্ট্য রয়েছে। ছোট আকার হওয়ায় তা শত্রুর রেডারে কম ধরা পড়ে। পাশাপাশি, তেজসের ৯৫ শতাংশ কম্পোসিট দিয়ে তৈরি, যার ফলে, রেডার সিগনেচার অত্যন্ত কম। এছাড়া, এর শরীরে যে পেইন্ট লাগানো, তাও রেডার-অ্যাবসরবেন্ট। অর্থাৎ, রেডার সিগনেচার প্রতিফলিত খুব কম হয়।

তেজস ফাইটার জেট মোট ৫,৩০০ কেজির অস্ত্র বহনে সক্ষম। এর ডানায় সাতটি হার্ডপয়েন্ট (অস্ত্র লাগানোর জায়গা) রয়েছে। এছাড়া, পৃথক রেকি (নজরদারি) পড, টার্গেট ডেজিগনেশন (লক্ষ্যবস্তু চিহ্নিত করা) পড লাগানোর ব্যবস্থা রয়েছে। অভ্যন্তরীণ জ্বালানি ট্যাঙ্কের পাশাপাশি, অধিক জ্বালানি বহনের জন্য তিনটে এক্সটার্নাল ফুয়েল পড বহনে সক্ষম এই বিমান। শুধু তাই নয়, মাঝ-আকাশে জ্বালানি ভরতেও সক্ষম এই বিমান।

বর্তমানে, উড়ানের প্রাথমিক অনুমতি পাওয়া ১৬টি তেজস মার্ক-১ বিমান অপারেট করছে ভারতীয় বায়ুসেনার ৪৫ নম্বর স্কোয়াড্রন (ফ্লাইং ড্যাগার্স)। এছাড়া, বাহিনীতে নতুন অন্তর্ভুক্ত হওয়া ১৮ নম্বর স্কোয়াড্রন (ফ্লাইং বুলেটস) অপারেট করছে তিনটি তেজস-মার্ক ১এস বিমান।

প্রসঙ্গত, তেজস মার্ক-১এ ভেরিয়েন্ট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল উড়ানের চূড়ান্ত অনুমোদন পাওয়া তেজস মার্ক-১ ও অত্যাধুনিক মার্ক-২ সংস্করণের মধ্যবর্তী জায়গাকে ভরাট করতে। কেন্দ্রীয় সূত্রের খবর, ২০২৬ সাল নাগাদ আসতে পারে তেজস মার্ক-২ সংস্করণটি।

তেজস মার্ক-১এ বিমানে রয়েছে ১৫০ কিলোমিটার পাল্লা বিশিষ্ট ইজরায়েলি এলটা ২০৫২ AESA রেডার। এই রেডারের মূল কার্যকারিতা হল এয়ার সুপিরিয়রিটি, ভূমি ও নৌসেনার অত্যাধুনিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এই রেডারটি একসঙ্গে ৬৪টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে সক্ষম, যা বর্তমানে চিনা ও পাকিস্তানি যুদ্ধবিমানের তুলনায় কয়েক কদম এগিয়ে।

একাধিক অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত তেজস মার্ক-১এ যুদ্ধবিমান। বিশেষ করে, বিভিন্ন ধরনের অভিযানকে মাথায় রেখে এই ফাইটারে অন্তর্ভুক্ত করা হয়েছে হরেক রকমের অস্ত্র। যেমন এয়ার সুপেরিয়রিটি মিশন (মাঝ-আকাশে বিমানের লড়াই) এতে রয়েছে সর্বাধুনিক রুশ নির্মিত আর-৭৭ বিভিআর (বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ) ক্ষেপণাস্ত্র। এই মিসাইলের পাল্লা ১১০ কিমি।

এছাড়া রয়েছে ১০০ কিমি পাল্লার ইজরায়েলি ডার্বি ইআর মিসাইল, ৮০ কিমি পাল্লার স্বদেশীয় অস্ত্র মিসাইল। প্রসঙ্গত, বালাকোট অভিযানে এই অস্ত্র মিসাইল ব্যবহার করেছিল ভারতীয় বায়ুসেনা।

অন্যদিকে, আকাশ থেকে ভূমি অভিযানের জন্য এই বিমানে অন্তর্ভুক্ত করা যাবে যে কোনও ইউরোপীয়, রুশ ও ভারতীয় লেজার-গাইডেড ক্ষেপণাস্ত্র। সেই তালিকায় রয়েছে ডিআরডিও নির্মিত এয়ারফিল্ড-বিধ্বংসী স(SAAW) ক্ষেপণাস্ত্র।

আবার নৌসেনার বিভিন্ন অভিযানে ব্যবহার করা যেতে পারে, ২৯০ কিমি পাল্লা বিশিষ্ট ব্রহ্মোস জাহাজ-বিধ্বংসী ক্রুজ মিসাইল। বলা হচ্ছে, বর্তমানে বিশ্বে এটিই হল সবচেয়ে ভয়ঙ্কর জাহাজ-বিধ্বংসী মিসাইল।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অসমে ধৃত জঙ্গির সঙ্গেও মিলল বাংলার সংযোগ!
অসমে ধৃত জঙ্গির সঙ্গেও মিলল বাংলার সংযোগ!
IND vs AUS Live: প্রথম ইনিংসে ১০৫ রানের লিড নিল অস্ট্রেলিয়া, দ্বিতীয় ইনিংসে ধাক্কা দিলেন বুমরা, সিরাজ
প্রথম ইনিংসে ১০৫ রানের লিড নিল অস্ট্রেলিয়া, দ্বিতীয় ইনিংসে ধাক্কা দিলেন বুমরা, সিরাজ
West Bengal News Live Updates: টোটোতে বাসের ধাক্কা, ইসলামপুরে ২ শিশুর মৃত্যু, ৮ জন আহত
টোটোতে বাসের ধাক্কা, ইসলামপুরে ২ শিশুর মৃত্যু, ৮ জন আহত
Champahati News: চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ, ঝলসে গেলেন মহিলা-সহ ৩ জন
চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ, ঝলসে গেলেন মহিলা-সহ ৩ জন
Advertisement
ABP Premium

ভিডিও

Kolkata: রবীন্দ্র সরোবরে চলছে বেআইনি নির্মাণ, বিক্ষোভ লেক লাভার্স অ্যাসোসিয়েশনের | ABP Ananda LIVEBangladesh: ওপারে চলছে নৈরাজ্য, এপারে উদ্বেগ বাড়াচ্ছে অনুপ্রবেশ । পুলিশের জালে আরও অনুপ্রবেশকারী | ABP Ananda LIVEFake Passport: জাল বার্থ সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ! 'জালিয়াতি' তে প্রশ্নের মুখে পঞ্চায়েত | ABP Ananda LIVEBangladesh: অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ সীমান্তগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা, বসানো হল সিসিটিভি | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: অসমে ধৃত জঙ্গির সঙ্গেও মিলল বাংলার সংযোগ!
অসমে ধৃত জঙ্গির সঙ্গেও মিলল বাংলার সংযোগ!
IND vs AUS Live: প্রথম ইনিংসে ১০৫ রানের লিড নিল অস্ট্রেলিয়া, দ্বিতীয় ইনিংসে ধাক্কা দিলেন বুমরা, সিরাজ
প্রথম ইনিংসে ১০৫ রানের লিড নিল অস্ট্রেলিয়া, দ্বিতীয় ইনিংসে ধাক্কা দিলেন বুমরা, সিরাজ
West Bengal News Live Updates: টোটোতে বাসের ধাক্কা, ইসলামপুরে ২ শিশুর মৃত্যু, ৮ জন আহত
টোটোতে বাসের ধাক্কা, ইসলামপুরে ২ শিশুর মৃত্যু, ৮ জন আহত
Champahati News: চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ, ঝলসে গেলেন মহিলা-সহ ৩ জন
চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ, ঝলসে গেলেন মহিলা-সহ ৩ জন
Nitish Kumar Reddy: দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার
দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার
Arjun Singh: একদিনে CID ও পুলিশের জোড়া তলব অর্জুন সিংহকে, 'কোথাও যাচ্ছেন না', জানালেন প্রাক্তন সাংসদ
একদিনে CID ও পুলিশের জোড়া তলব অর্জুন সিংহকে, 'কোথাও যাচ্ছেন না', জানালেন প্রাক্তন সাংসদ
Tigress Searching Operation: ঝাড়গ্রাম, পুরুলিয়ার পর এবার বাঁকুড়া, পালানো বাঘিনীর জঙ্গলমহল সফর চলছেই
ঝাড়গ্রাম, পুরুলিয়ার পর এবার বাঁকুড়া, পালানো বাঘিনীর জঙ্গলমহল সফর চলছেই
Govt Hospital: সরকারের নির্দেশকেই বুড়ো আঙুল! সরকারি হাসপাতালেই রেফারেল বেনিয়মের বড় অভিযোগ?
সরকারের নির্দেশকেই বুড়ো আঙুল! সরকারি হাসপাতালেই রেফারেল বেনিয়মের বড় অভিযোগ?
Embed widget