Fake Passport: জাল বার্থ সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ! 'জালিয়াতি' তে প্রশ্নের মুখে পঞ্চায়েত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট, ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট! তৃণমূলের কদম্বগাছি পঞ্চায়েতে সবচেয়ে বেশি জাল বার্থ সার্টিফিকেট, দাবি পুলিশের।
আরও খবর...
বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তা অত্য়ন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতিতে এবার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সব ধর্মগুরুরা। সূত্রের খবর, সেখানেই সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশে গিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলবেন তারা। পাশাপাশি সংখ্য়ালঘু-নিপীড়িতদের সঙ্গেও কথা বলবেন তাঁরা।
বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের টার্গেট পশ্চিমবঙ্গ ? মুর্শিদাবাদ সহ কয়েক জায়গায় আনসারুল্লা বাংলার ভাবধারা প্রচারের পরিকল্পনা ? সংগঠন বাড়াতে বাংলায় সদস্য সংগ্রহের কাজ শুরু ? গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদে ধৃত আব্বাস আলির বাড়ি থেকে উদ্ধার জসিমুদ্দিন রহমানির লেখা বই।
আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানি। হরিহরপাড়ার আব্বাস আলির বাড়ি থেকে উদ্ধার জসিমুদ্দিন রহমানির বই। ধৃত আরও ২ জঙ্গি নুর ইসলাম মণ্ডল ও মুজিবর রহমানও এসেছিল মুর্শিদাবাদে। আব্বাস ও মিনারুলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিল ২ জঙ্গি । বাংলায় জোর কদমে চলছিল স্লিপার সেল তৈরির কাজ: সূত্র।
মাদ্রাসার আড়ালে চলছিল মগজধোলাই: সূত্র।