মানুষের আস্থা পুনরুদ্ধারে কাজের ধরন পাল্টান, পুলিশকে নির্দেশ আদিত্যনাথের
লখনউ: লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের মধ্যে আস্থা জাগিয়ে তোলা এবং অপরাধীদের মনে ভীতি তৈরি করা। এর জন্য কাজের পদ্ধতি পরিবর্তনে রাজ্যের পুলিশকর্মীদের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মঙ্গলবার একটি পর্যালোচনা বৈঠকে অংশ নিতে গিয়ে বলেন, পুলিশকে সর্বদা স্বচ্ছ ও দুর্নীতি-মুক্ত ভাবমূর্তি তৈরি করার। আদিত্যনাথ বলেন, পুলিশের উচিত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা। পাশাপাশি, যে কোনও ঘটনা, তা সে যতই সামান্য হোক না কেন, গুরুত্ব সহকারে দেখতে হবে।
বৈঠকে আদিত্যনাথ নয়ডায় কিছু আফ্রিকান পড়ুয়াদের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনা নিয়েও আলোচনা করেন। পাশাপাশি, সন্ত কবির নগরে হওয়া দেশী বোমা বিস্ফোরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পুলিশ আধিকারিকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, দ্রুত এমন একটি কার্যপদ্ধতি তৈরি করতে যাতে পুলিশের হারানো গরিমা ফের ফিরে আসে। এই প্রসঙ্গে পুলিশকর্মীদের এলাকা পরিদর্শনের ওপর জোর দিতে বলেন তিনি।
আদিত্যনাথের মতে, যদি পুলিশ আধিকারিকরা ব্যস্ত সময়ের মধ্যে নিজ নিজ এলাকা পরিদর্শন করেন, তাহলে মানুষের মনে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে অপরাধী ও সমাজ-বিরোধীদের মনে ভীতি থাকবে।
শুধু তাই নয়, যে সব পুলিশকর্মী সমাজবিরোধীদের সঙ্গে আঁতাঁত করছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাহিনীর শীর্ষ পদাধিকারীদের দিয়েছেন আদিত্যনাথ।