এক্সপ্লোর
মন্ত্রোচ্চারণের মাধ্যমে কেরলে দায়িত্ব নিলেন প্রথম দলিত পুরোহিত

পাঠনামথিট্টা: ইতিহাসে নাম উঠে গেল ইয়েদু কৃষ্ণনের। কেরলের থিরুভাল্লায় মান্নপুরম ভগবান শিবের মন্দিরে পুরোহিতের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। কেরলে প্রথম দলিত পুরোহিত হিসেবে নজির গড়লেন ইয়েদু কৃষ্ণন। সম্প্রতি নজিরবিহীন পদক্ষেপ হিসেবে ত্রিবাঙ্কুরের দেবাস্বোম বোর্ডের আওতাধীন মন্দিরগুলির জন্য ৩৬ জন অব্রাহ্মণকে পুরোহিত হিসেবে সুপারিশ করা হয়। বোর্ডের আওতায় বিখ্যাত ভগবান আয়াপ্পা মন্দির সহ রাজ্যের ১,২৪৮ টি মন্দির রয়েছে। পিকে রবি ও লীলার সন্তান ২২ বছরের কৃষ্ণন তন্ত্রশাস্ত্রে ১০ বছরের প্রশিক্ষণ নিয়েছেন। কেরল দেবাস্বোম নিয়োগ বোর্ড যে ৩৬ জন অব্রাহ্মণকে পুরোহিত হিসেবে সুপারিশ করেছে, তাঁদের মধ্যে ছয় জন দলিত। মন্দিরের আধিকারিকরা জানিয়েছেন, তরুণ পুরোহিত তাঁর গুরু কেকে অনিরুদ্ধ থান্ত্রীকে প্রণাম করে বর্তমান মুখ্য পুরোহিত গোপাকুমার নাম্বুদিরির সঙ্গে মন্ত্র পড়তে পড়তে মন্দিরে প্রবেশ করেন। ত্রিসূর জেলার কোরাট্টির বাসিন্দা কৃষ্ণন সংস্কৃতে স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের ছাত্র। ১৫ বছর বয়সে বাড়ির কাছে একটি মন্দিরে তিনি পুজো শুরু করেন। ১২ নভেম্বর মন্দিরে প্রবেশিকার সংক্রান্ত ঘোষণার ৮১ তম বর্ষের ঠিক আগে পুরোহিত পদে কৃষ্ণনের নিয়োগ হল। ওই ঘোষণা ছিল রাজকীয় আদেশ। এই ঘোষণার মাধ্যমে ১৯৩৬-এ তত্কালীন ত্রিবাঙ্কুর রাজ্যের মন্দিরগুলির দরজা তথাকথিত নিম্নবর্ণের হিন্দুদের কাছে খুলে দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















