এক্সপ্লোর
Advertisement
সন্তান লাভের আশায় ভূমিশয্যায় মহিলারা, উপর দিয়ে হাঁটছেন পুরোহিত-ওঝা! আজব কুসংস্কার ছত্তিশগড়ে
সন্তান লাভের আশায় রাস্তায় উপুড় হয়ে শুয়ে পড়েছেন মহিলারা, তাঁদের উপর দিয়ে হেঁটে চলেছেন পুরোহিত, ওঝা। এমনই আজব প্রথার সাক্ষী থাকল ছত্তিশগড়ের ধামতারি জেলা। রাজ্যের মহিলা কমিশন যদিও জানিয়েছে এই ধরনের প্রথা বন্ধ করতে জোরদার প্রচার চালাবে তারা।
ধামতারি: সন্তান লাভের আশায় রাস্তায় উপুড় হয়ে শুয়ে পড়েছেন মহিলারা, তাঁদের উপর দিয়ে হেঁটে চলেছেন পুরোহিত, ওঝা। এমনই আজব প্রথার সাক্ষী থাকল ছত্তিশগড়ের ধামতারি জেলা। রাজ্যের মহিলা কমিশন যদিও জানিয়েছে এই ধরনের প্রথা বন্ধ করতে জোরদার প্রচার চালাবে তারা।
ধামতারি জেলার অঙ্গারমতি দেবীর মন্দির। দীপাবলির পরে প্রথম শুক্রবার এই বিশেষ প্রথার আয়োজন করা হয়েছিল। বিয়ে হয়েছে অথচ ঘরে এখনও সন্তান আসেনি, এমন মহিলারা দেবতার আশীর্বাদ লাভের আশায় জড়ো হয়েছিলেন। করোনা-কাল হলেও সামাজিক দূরত্ববিধির বালাই ছিল না। মন্দিরের সামনে রাস্তায় চুল বিছিয়ে উপুড় হয়ে শুয়ে পড়েছিলেন প্রায় দুশোজন মহিলা। তাঁদের উপর দিয়ে হেঁটে চলেছেন পুরোহিত ও গ্রামের ওঝা। ওই অঞ্চলের মানুষের বিশ্বাস এই রীতি পালন করলেই কোলে সন্তান আসবে। এই রীতি পালনে ৫২টি গ্রাম থেকে জড়ো হয়েছিলেন মহিলারা। মন্দিরের বাইরে অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন কয়েকশো মানুষ।
রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন করুণাময়ী নায়েক জানিয়েছেন এধরনের ঘটনাকে তাঁরা একেবারে অনুমোদন করেন না। এই জাতীয় অনুষ্ঠান বন্ধ করতে মহিলা কমিশনের তরফে সচেনতামূলক কর্মসূচি নেওয়া হবে বলেও জানিয়েছেন। তাঁর কথায়, ’’মহিলারা ওই ভাবে শুয়ে রয়েছেন, পুরুষরা তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে এটা ভাবাই যায় না। এমনকি মহিলাদের কোনও অঙ্গপ্রতঙ্গের ক্ষতির আশঙ্কাও থাকে। আমি কমিশনের কয়েকজন সদস্যের সঙ্গে শীঘ্রই এলাকা পরিদর্শনে যাব। ওখানকার মানুষ যাতে এই ধরনের রীতি পালন না করেন তা বোঝানোর চেষ্টা করব। কী করে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, তাও তাদের বলব। তবে কোনওভাবে যাতে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত না লাগে তাও মাথায় রাখব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement