Maha Kumbh:নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, তাও নড়ল না টনক, পাটনা স্টেশনে ঠাসাঠাসি ভিড়
ABP Ananda Live: কোথায় টনক নড়ল? মহাকুম্ভে যাওয়ার পথে, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ২৪ ঘণ্টা পরেও একই ছবি। পদপিষ্ট হওয়ার পরদিনও নয়াদিল্লি স্টেশনে চলছে একইরকম হুড়োহুড়ি। প্রাণ বাজি রেখে, হুড়োহুড়ি করেই প্রয়াগরাজগামী ট্রেনে উঠছেন যাত্রীরা। পাটনা স্টেশনে হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসেও ঠাসাঠাসি ভিড়। তার মধ্যেই ধাক্কাধাক্কি করে উঠে পড়তে দেখা যায় যাত্রীদের। প্রয়াগরাজ স্টেশনেও থিকথিক করছে ভিড়। আগাম ঘোষণা ছাড়া ট্রেনের রুট বদল ঘিরে যাত্রীদের সঙ্গে গার্ডের গণ্ডগোল বাধে মধ্যপ্রদেশের কাটনি স্টেশনেও। অন্যদিকে সোমবারও কুম্ভে পুণ্য অর্জনে এসেছেন লাখো মানুষ।
'আগে কী বলেছিলাম মনে নেই, মমতাই...', অবস্থান বদল করে ডিগবাজি সৌগতর !
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরাধিকারী নিয়ে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। এরই মধ্য়ে দিনকয়েক আগে দলের রাশ যে তাঁরই হাতে আছে, পরিষদীয় দলের বৈঠকে আরও একবার বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এমনও বলতে শোনা যায়, "আমার কোনও পরিবার নেই। দলই হচ্ছে আমার পরিবার। মানুষই আমার পরিবার।" এই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী নিজেই। এই আবহে নিজের অবস্থান বদল করে ডিগবাজি দিলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ও। গত নভেম্বরে তিনি 'পার্টি ডে টু ডে চালানোর জন্য' অভিষেককে দায়িত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। এবার অবশ্য আগের অবস্থান থেকে উল্টো সুরে তিনি মন্তব্য করেন, "আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো। তিনি যেভাবে যাকে যে দায়িত্ব দেবেন, তাঁরা করবেন।"



















