এক্সপ্লোর
Advertisement
আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমকে ৪ ঘণ্টা জেরা সিবিআই-এর, আয়কর দফতরের নোটিসে স্থগিতাদেশ মাদ্রাজ হাইকোর্টের
নয়াদিল্লি ও চেন্নাই: কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকার সময় নিয়মবিরুদ্ধভাবে আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়ার অভিযোগে আজ পি চিদম্বরমকে চার ঘণ্টা ধরে জেরা করল সিবিআই। জেরার মুখোমুখি হওয়ার পর সিবিআই-এর সদর দফতর থেকে বেরিয়ে চিদম্বরম বলেছেন, এফআইআর-এ তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। তবে তিনি জেরার মুখোমুখি হয়েছেন। ট্যুইট করে প্রাক্তন অর্থমন্ত্রী বলেছেন, ‘এফআইপিবি-র ফাইলের ভিত্তিতে প্রশ্নোত্তর পর্ব চলেছে। তাই নতুন করে বিশেষ কিছু বলার ছিল না।’
ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড ২০০৭-এ আইএনএক্স মিডিয়ায় ৩০৫ কোটি টাকা বিনিয়োগের বিষয়টি অনুমোদন করে। এই বিষয়টি নিয়েই তদন্ত করছে সিবিআই। গত বছরের ১৫ মে এফআইআর করা হয়। সেই সময় অর্থমন্ত্রী থাকা চিদম্বরমের ছেলে কার্তিকে গ্রেফতার করা হয়। এই মামলায় আইএনএক্স মিডিয়ার তৎকালীন ডিরেক্টর ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও আইএনএক্স নিউজের তৎকালীন ডিরেক্টর পিটার মুখোপাধ্যায়কে আগেই গ্রেফতার করা হয়েছিল। তাঁরা এখনও জেলে।
আজ জেরার মুখোমুখি হলেও, আয়কর দফতরের নোটিস নিয়ে স্বস্তি পেলেন চিদম্বরম। ২০১১-১২ অর্থবর্ষে তাঁর দেওয়া আয়কর ফের খতিয়ে দেখার জন্য যে নোটিস দেওয়া হয়েছিল, তার উপর স্থগিতাদেশ জারি করেছেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি টি এস শিবাগননম। এ বছরের ২৭ মার্চ ও ২৩ মে এই নোটিস দেন চেন্নাইয়ের আয়কর বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আজ বিচারপতি বলেছেন, ৬ সপ্তাহের মধ্যে আয়কর দফতরকে নিজেদের বক্তব্য জানাতে হবে। তার আগে চিদম্বরমকে দেওয়া নোটিস ৬ সপ্তাহের জন্য স্থগিত রাখা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement