এক্সপ্লোর
Advertisement
ভয়ঙ্কর ফুটেজ: তিন কুকুর ছানাকে পুড়িয়ে মারল একদল কিশোর, ভিডিও ভাইরাল
হায়দরাবাদ: নির্মমতার চূড়ান্ত। তিনটি কুকুর ছানাকে জ্যান্ত পুড়িয়ে মারল একদল কিশোর। তাদের মধ্যে একজন এই নৃশংস ঘটনার ভিডিওতে রেকর্ড করেছে বলে পুলিশ জানিয়েছে। হায়দরাবাদের মুশিরাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে। গত ১৬ জুলাইয়ের এই ঘটনা গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, একদল কিশোর রাস্তার তিনটি কুকুর ছানাকে ধরে একসঙ্গে বেঁধে ফেলে। এরপর চটের থলে ও শুকনো কাঠ দিয়ে আগুন ধরায়। পরে ওই তিনটি কুকুর ছানাকে টেনে নিয়ে এসে তারা আগুনে ফেলে দেয়। কুকুরদের বুক ফাটানো আর্ত চিত্কারও ওই কিশোরদের টলাতে পারেনি। পশু প্রেমিক শ্রেয়া পারোপাকরি গতকাল মুশিরাবাদ থানায় দায়ের করা অভিযোগে এ কথা জানিয়েছেন।
অভিযোগে তিনি বলেছেন, ওই কিশোরদের একজন গোটা ঘটনার ভিডিও রেকর্ড করতে করতেই ওই নৃশংস কাজে সাঙ্গোপাঙ্গোদের উস্কানি দিচ্ছিল। মুশিরাবাদের একটি মাছ দোকানের মালিকের কাছ থেকে ওই ভিডিও রেকর্ডিং উদ্ধার করা হয়।
পারোপাকরির অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করা হয়েছে। সাব ইন্সপেক্টর বি ভাষ্কর জানিয়েছেন, ওই ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।
এর আগে দুই এনজিও কর্মী হায়দরাবাদের হায়দরাবাদের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে ভিডিও ক্লিপ জমা দেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই এক ডাক্তারির ছাত্র একটি কুকুরকে চেন্নাইয়ের একটি বাড়ির ছাদ থেকে ফেলে দিয়েছিল। সেই নির্দয় ঘটনা সে ভিডিওতে রেকর্ডিংও করেছিল। এর রেশ কাটতে না কাটতেই ফের আরও একটি অমানবিক ঘটনা ঘটল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement