এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
গত সপ্তাহে অরুণাচলে ঢুকে ৩ ঘণ্টা কাটিয়ে যায় চিনা সেনারা, জানাল প্রতিরক্ষা মন্ত্রক
নয়াদিল্লি: গত সপ্তাহে ভারতের এনএসজি-তে ঢোকার চেষ্টায় বেজিং যখন বাধাসৃষ্টিতে ব্যস্ত ছিল, ঠিক তখনই চিনা সেনাও অনুপ্রবেশ করেছিল ভারতীয় ভূখণ্ডে। প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষস্থানীয় কর্তারা জানিয়েছেন এ কথা, মেনে নিয়েছে ইনটেলিজেন্স ব্যুরোও। জানা গেছে, ৯ তারিখ চারটি দলে বিভক্ত হয়ে ২৫০-র কাছাকাছি চিনা সৈন্য অরুণাচলের পূর্ব কামেং জেলার ইয়াংসে এলাকায় ঢুকেছিল। ঘণ্টা তিনেক এদিকে কাটিয়ে ছাউনিতে ফেরে তারা।
অরুণাচলকে অধিকৃত তিব্বতের ভূখণ্ড বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চিন, যদিও সেই দাবি বরাবর উড়িয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লি ঠিক করেছে, এ ব্যাপারে চিনা সরকারের কাছে প্রতিবাদ জানানো হবে। এর আগে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত ৫ বছরে কয়েক হাজারবার ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে পিপলস লিবারেশন আর্মি। এ বছর এটাই তাদের প্রথম অনুপ্রবেশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement