এক্সপ্লোর
প্রধানমন্ত্রী মোদীর দিকে কোনও আঙুল উঠলে তা কেটে ফেলা উচিত, মন্তব্য বিহার বিজেপি সভাপতির

পটনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে কেউ আঙুল তোলার সাহস করলে সেই আঙুল কেটে ফেলা উচিত। এমনই মন্তব্য করেছেন প্রদেশ বিজেপি সভাপতি নিত্যানন্দ রাই। এক সমাবেশে নিম্নবিত্ত পরিবার থেকে নরেন্দ্র মোদীর উঠে আসার কথা বলছিলেন উজ্জরপুরের সাংসদ নিত্যানন্দ রাই। তিনি বলেন, আপনাদের ঘরের ছেলে দারিদ্র থেকে উঠে এসে আজ প্রধানমন্ত্রী হয়েছেন, সবরকম পার্থক্য ভুলে গিয়ে সকলের উচিত, এই বিষয়টিকে সম্মান দেওয়া। যদি তাঁর বিরুদ্ধে কারও হাত বা আঙুল ওঠে তবে আমাদের এক হয়ে তা ভেঙে দেওয়া উচিত, দরকারে কেটে ফেলা উচিত। স্বামী বিবেকানন্দ দেহধারণ করে নরেন্দ্র মোদী হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব নিত্যানন্দের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। এ ধরনের কথা কুরুচিকর বলে মন্তব্য করেছেন তিনি। বিজেপি সহযোগী জেডিইউ অবশ্য বিষয়টিকে হালকা করার চেষ্টা করেছে। তাদের বক্তব্য, বিজেপি সভাপতির আবেগকে গুরুত্ব দেওয়া উচিত, তাঁর ব্যবহার করা শব্দে নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















