সিগারেটে ২৮ শতাংশ করের ওপর অতিরিক্ত সেস বসাল জিএসটি কাউন্সিল
নয়াদিল্লি: সিগারেটের ওপর অতিরিক্ত সেস বসানোর সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। সোমবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
বর্তমানে জিএসটি তালিকায় সিগারেটকে সর্বোচ্চ কর শ্রেণিতে (২৮ শতাংশ) রাখা হয়েছে। পাশাপাশি, নেওয়া হতো ৫ শতাংশ ‘অ্যাড ভ্যালোরেম’।
কিন্তু, তা সত্ত্বেও আগের তুলনায় জিএসটি-তে কম পরিমাণ কর ধার্য হওয়ায় সিগারেটের দাম কমেছিল। কারণ, আগে বেশি পরিমাণ আবগারি শুল্ক দিতে হতো।
এদিন জেটলি জানান, এর জন্যই সিগারেটের ওপর অতিরিক্ত সেস বসানো হচ্ছে। নতুন সেস সোমবার মধ্যরাত থেকেই কার্যকর হবে। ফলে, সিগারেটের দাম বাড়ার সম্ভাবনা। যদিও, কেন্দ্রের মতে, এর ফলে সংস্থাগুলির মুনাফা কম হলেও বিক্রির মূল্য বাড়বে না।
জেটলি জানান, সিগারেটের ওপর বিপুল পরিমাণ লাভ করে থাকে প্রস্তুতকারী সংস্থাগুলি। তা রুখতেই এই সেস বসানোর সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। এদিন সকালেই পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সেস বসানোর ফলে, সরকারের কোষাগারে অতিরিক্ত ৫ হাজার কোটি টাকা আসার সম্ভাবনা তৈরি হবে। জানা গিয়েছে, সিগারেটের দৈর্ঘ্যের অনুপাতে এই সেস বসবে।
ফিল্টারহীন সিগারেট-
৬৫ মিমি পর্যন্ত দৈর্ঘ্যের সিগারেটের পিস প্রতি দাম বাড়বে প্রায় ৫০ পয়সা।
৬৫-৭০ মিমি দৈর্ঘ্যের সিগারেটের পিস প্রতি দাম বাড়বে প্রায় ৮০ পয়সা।
ফিল্টারসহ সিগারেট-
৬৫ মিমি পর্যন্ত দৈর্ঘ্যের সিগারেটের পিস প্রতি দাম বাড়বে প্রায় ৫০ পয়সা।
৬৫-৭০ মিমি দৈর্ঘ্যের সিগারেটের পিস প্রতি দাম বাড়বে প্রায় ৬২ পয়সা।
৭০-৭৫ মিমি দৈর্ঘ্যের সিগারেটের পিস প্রতি দাম বাড়বে প্রায় ৮০ পয়সা।