জমে থাকা ফৌজদারি আবেদনের নিষ্পত্তির জন্য প্রতি শনিবার বিশেষ বেঞ্চ গঠন হোক: সব হাইকোর্টকে নির্দেশ প্রধান বিচারপতির
নয়াদিল্লি: জমে থাকা ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তির জন্য শনিবার করে বিশেষ বেঞ্চ চালু করতে দেশের সবকটি উচ্চ আদালতকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
সম্প্রতি, দেশের সবকটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে একটি চিঠি পাঠান দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্র। সেখানে বকেয়া মামলা, বিশেষ করে ফৌজদারি মামলা শুনানি যেন আরও ত্বরাণ্বিত করা হয়।
চিঠিতে বলা হয়েছে—যেমন আপনারা জানেন, প্রচুর সংখ্যায় ফৌজদারি/জেল আবেদনের মামলা বিভিন্ন হাইকোর্টে ঝুলে রয়েছে। এই আবেদনের নিষ্পত্তিতে বিলম্ব হওয়ায় বিচার প্রক্রিয়ার কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে, ফৌজদারি বিচারের প্রক্রিয়া নিয়ে।
প্রধান বিচারপতির মতে, এই সমস্যার সমাধান করতে একটা হতে পারে দ্রুততার সঙ্গে আবেদনের গুরুত্ব অনুযায়ী তা শেষ করা। বিশেষ করে, যে সব ক্ষেত্রে আইনি সহায়তার খরচ সরকারকে বহন করতে হচ্ছে।
দীপক মিশ্র যোগ করেন, সংশ্লিষ্ট আইনি সহায়তা পরিষদ ও রাজ্যের আইনি পরামর্শদাতার সঙ্গে আলোচনা করে প্রত্যেক শনিবার বিশেষ বেঞ্চ গঠন করা যেতে পারে। যাতে, এধরনের আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি সম্ভবপর হয়।
প্রধান বিচারপতি জানান, কয়েকটি উচ্চ আদালতের প্রধান বিচারপতিরা ইতিমধ্যেই এই প্রস্তাবে সায় দিয়েছেন। গত ৯ তারিখ থেকে তা কার্যকরও করেছেন।