এক্সপ্লোর
Advertisement
উইন্ড টার্বাইন নিয়ে মন্তব্য নিয়ে মোদিকে খোঁচা রাহুলের, পাল্টা বিদ্রুপ স্মৃতি-পীযুষদের
প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করায় রাহুলকে পাল্টা বিদ্রুপ করেছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়াল ও বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ওয়েনাড়ের সাংসদকে একহাত নিয়েছেন।
নয়াদিল্লি: উইন্ড টার্বাইন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য সম্পর্কে কটাক্ষ করে বিজেপির তোপের মুখে পড়তে হল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীকে। ডেনমার্কের উইন্ড-টার্বাইন প্রস্তুতকারী ভেস্টাসের প্রধান হেনরিক অ্যান্ডারসনের সঙ্গে আলাপচারিতার সময় মোদি উইন্ড টার্বাইন নিয়ে নিজের মতামত জানান প্রধানমন্ত্রী। গত ৬ অক্টোবরের ওই কথোপকথনের ভিডিও শেয়ার করে রাহুল ট্যুইট করেন, 'প্রধানমন্ত্রী যে বোঝেন না, তা ভারতের পক্ষে প্রকৃত বিপদ নয়। কিন্তু বাস্তব হল,এটা তাঁকে বলার মতো সাহস তাঁর আশেপাশের কারুর নেই'।
ভিডিওতে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে যে, 'বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উইন্ড টার্বাইন যদি বাতাস থেকে আর্দ্রতা সংগ্রহ করতে পারে, তাহলে তা পানীয় জলের অভাব সংক্রান্ত সমস্যার সমাধানের সহায়ক হতে পারে। মোদি বলেন, আমার অন্য প্রস্তাব যে, একই টার্বাইন ব্যবহার করে বাতাস থেকে আমরা অক্সিজেনকে আলাদা করতে পারি...যদি তা করা যায়, একটি উইন্ড টার্বাইনই তাহলে পানীয় জল, অক্সিজেন ও শক্তির যোগান দিতে পারে...আপনাদের বিজ্ঞানীরা এই দিশায় উদ্ভাবনমূলক কিছু করতে পারেন?'
এর জবাবে আন্ডারসন প্রধানমন্ত্রীকে ডেনমার্কে আসার আমন্ত্রন জানিয়ে বলেন, 'আপনি আমাদের গবেষণা ও উন্নয়নের আইডিয়া ডেভেলপার হতে পারেন'।
প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করায় রাহুলকে পাল্টা বিদ্রুপ করেছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়াল ও বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ওয়েনাড়ের সাংসদকে একহাত নিয়েছেন।
রাহুলের ট্যুইটের প্রতিক্রিয়া স্মৃতি ইরানি বলেছেন, 'ওরা বলে অজ্ঞানতা আশীর্বাদ। কিন্তু ভারতের রাজনীতিতে কোনও একটি ব্যক্তির এই অজ্ঞানতার মধ্যে থাকার সচেতন প্রয়াস খুবই বিরল। মনে হচ্ছে, কংগ্রেসের ক্ষেত্রে এই বিপদটা অবিশ্বাস্যভাবে বাড়ছে এবং যুবরাজকে এ কথা বুঝিয়ে বলার মতো সাহস তাঁর আশেপাশের কারুর নেই'।
গয়াল তাঁর ট্যুইটে বলেছেন,' প্রধানমন্ত্রীর ধারণা বিশ্বের অগ্রগন্য কোম্পানি অনুমোদন করছে, যা কংগ্রেসের ওই নেতা বোঝেন না। তিনি যে বোঝেন না এ কথা বলার মতো কেউ রাহুলের আশেপাশে নেই'।
সম্বিত পাত্র কংগ্রেস নেতাকে নিশানা করে বলেছেন, 'রাহুলজী, বিজ্ঞান সংক্রান্ত গবেষণা পত্রের কয়েক পৃষ্ঠা পড়ে দেখুন, যা এর সঙ্গে সংযুক্ত করা রয়েছে'।
সংবাদপত্রের দুটি প্রতিবেদন শেয়ার করে সম্বিতের কটাক্ষ , 'তবে আমি নিশ্চিত আপনি বিষয়টির জটিলতা বুঝতে পারবেন না'।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement