এক্সপ্লোর
বিধায়কের ইস্তফা, মেঘালয়ে 'একক বৃহত্তম দলে'র তকমা হারাল কংগ্রেস

শিলং: মেঘালয়ে একক বৃহত্তম দলের মর্যাদা হারাল কংগ্রেস। তাদের বিধায়ক মার্টিন এম ড্যাংগগো রাজ্য বিধানসভা থেকে ইস্তফা দিয়েছেন। ফলে বিরোধী দলের শক্তি কমে দাঁড়াল ২০। শাসক জোটের শরিকন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-রও ২০ জন বিধায়ক। বিজেপি ও কয়েকটি আঞ্চলিক দলের সমর্থনে সরকার চালাচ্ছে তারা। ৬০ সদস্যের মেঘালয় বিধানসভায় নির্বাচন হয়েছে গত ফেব্রুয়ারিতে। গতকাল রাতে ডেপুটি স্পিকার টিমথি ডি শিরার কাছে ইস্তফাপত্র পেশ করে ড্যাংগগো জানান, তিনি রানিকোর (তফসিলি সংরক্ষিত) আসন ছাড়ছেন। ২১ জুন থেকে কার্যকর হচ্ছে ইস্তফা। তিনি রাজ্য কংগ্রেস সভাপতিকেও চিঠি দিয়ে বলেছেন, আমার কেন্দ্রের মানুষের প্রত্যাশা মেনেই বিধায়ক পদ ছাড়লাম। গভীর বেদনা, দুঃখের সঙ্গে অন্যান্য সব পদের পাশাপাশি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদও ছাড়লাম। পাঁচবারের কংগ্রেস বিধায়ক ড্যাংগগো শাসক এনপিপি-তে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। শাসক জোট মেঘালয় ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সে বাকিরা হল সাত বিধায়কের ইউনাইটেড পার্টি, চার বিধায়কের পিডিএফ। বিজেপি ও হিল স্টেট ডেমোক্র্যাটিক পার্টির দুজন করে বিধায়ক। এনসিপির এক বিধায়ক ও দুজন নির্দলও জোট সরকারকে সমর্থন করছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















