এক্সপ্লোর
Advertisement
এসএমএস, ইমেল বা হোয়াটসঅ্যাপে করা এফআইআর গ্রহণ করা যায় কিনা পুলিশকে ভেবে দেখতে বলল দিল্লি হাইকোর্ট
পুলিশকে নিখোঁজ ব্যক্তি সম্পর্কে এসএমএস, ইমেল বা হোয়াটসঅ্যাপে করা এফআইআর গ্রহণ করার পরামর্শ দিল দিল্লি হাইকোর্ট। এতে সময় নষ্ট না করে দ্রুত তদন্ত শুরু করা যাবে
নয়াদিল্লি: পুলিশকে নিখোঁজ ব্যক্তি সম্পর্কে এসএমএস, ইমেল বা হোয়াটসঅ্যাপে করা এফআইআর গ্রহণ করা যায় কিনা ভেবে দেখার পরামর্শ দিল দিল্লি হাইকোর্ট। এতে সময় নষ্ট না করে দ্রুত তদন্ত শুরু করা যাবে।
বিচারপতিদ্বয় মনমোহন ও সঙ্গীতা ধিঙ্গরা সেহগল বেঞ্চ একটি মামলার শুনানি করতে গিয়ে জনস্বার্থে পুলিশকে এই নির্দেশ দেন। উক্ত মামলায় এক মহিলা তাঁর স্বামীকে অপহরণ করার অভিযোগ দায়ের করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন। মামলার আগের শুনানির তথ্য অনুযায়ী ওই মহিলা হাইকোর্টে গেলে তবেই তৎপর হয় পুলিশ। ওই মহিলা দাবি করেন গত বছরের অগাস্ট মাসে তাঁর স্বামীকে অপহরণ করা হয়। এবিষয়ে পুলিশ কমিশনারকে বারবার চিঠি পাঠানো হলেও গত ডিসেম্বরে একটি এফআইআর দাখিল হয়েছে মাত্র। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। পুলিশের ‘চূড়ান্ত নিষ্ক্রিয়তা’ ও ‘মূল্যবান সময় নষ্টের’ কথা বলে আদালত মার্চ মাসে এই ঘটনার তদন্তভার তুলে দেন অপরাধ দমন শাখার হাতে।
এরপর অপরাধ দমন শাখা এই ঘটনায় তাঁদের পদক্ষেপের ব্যাপারে ‘দিল্লি গভর্নমেন্ট স্ট্যান্ডিং কাউন্সিল’-এ রাহুল মেহতা ও আইনজীবী চৈতন্য গোসাইনকে রিপোর্ট পেশ করেন।
পুলিশও এই নিখোঁজ মামলার তদন্ত সংক্রান্ত একটি স্ট্যাটাস রিপোর্ট দায়ের করে।
স্ট্যাটাস রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদালত নিখোঁজ ব্যক্তি সম্পর্কে এসএমএস, ইমেল বা হোয়াটসঅ্যাপে করা এফআইআর গ্রহণ করার কথা ভেবে দেখার পরামর্শ দিলেন পুলিশকে। এতে যেমন মূল্যবান সময় বাঁচবে তেমনই দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার জন্য। যদি কোনও কারণে এফআইআরের সত্যতা প্রমাণিত না হয় তাহলে বাতিল করা যাবে এফআইআর।
অপরাধ দমন শাখার ডিসিপি-কে এই বিষয়ে একটি নতুন রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement