(Source: ECI/ABP News/ABP Majha)
করোনার ওষুধ রেমডেসিভি তৈরি ও বিক্রিতে সিপলা ও হেটেরো-কে অনুমতি
কোভিড ১৯ ভাইরাসের অ্যান্টি ভাইরাল রেমডেসিভি তৈরি ও বিক্রির ছাড়পত্র পেল দেশের দুই নামী ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলা ও হেটেরো।
নয়াদিল্লি: করোনা চিকিৎসায় ভারতের ইতিবাচক পদক্ষেপ। কোভিড ১৯ ভাইরাসের অ্যান্টি ভাইরাল রেমডেসিভি তৈরি ও বিক্রির ছাড়পত্র পেল দেশের দুই নামী ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলা ও হেটেরো।
আরও পড়ুন: ভারতে করোনা চিকিৎসায় নতুন অ্যান্টি-ভাইরাল গ্লেনমার্কের 'ফাবিফ্লু', দাম ১০৩ টাকা প্রতি ট্যাবলেট
কয়েকদিন আগেই ভারতের ড্রাগ রেগুলেটরি সংস্থা করোনার প্রতিষেধক রেমডেসিভি-র বাজারিকরণে ছাড়পত্র দিয়েছে। এবার দেশীয় সংস্থার হাতেই তুলে দেওয়া হল সেই ওষুধ তৈরির দায়িত্ব। সংবাদসংস্থা প্রকাশিত খবর অনুযায়ী এই শনিবারই করোনার অ্যান্টি-ভাইরাল ‘ফ্লাবিফ্লু’ তৈরির অনুমোদন পেয়েছে গ্লেনমার্ক ফার্মা। এবার রেমডেসিভি তৈরির অনুমতি পেল সিপলা, হেটেরো সহ জুবিলান্ট লাইফ সায়েন্সেস, বিআরডি এবং মিলান।
আরও পড়ুন : মাসের শেষেই ভারতীয় বাজারে মিলবে করোনার ওষুধ রেমডেসিভির
প্রসঙ্গত, রেমডেসিভি সেই সব রোগীদেরই দেওয়া যাবে যাদের অবস্থা আশঙ্কাজনক। অক্সিজেন সহায়তায় বেঁচে আছেন স্রেফ এমন রোগীদের ওপরই রেমডেসিভি প্রয়োগ করা যাবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ মেডিক্যাল সংস্থা আইসিএমআর। দিনে ২০০ মিলিগ্রাম আইভি এবং পরের পাঁচ দিন দিনে ১০০ মিলিগ্রাম আইভি প্রয়োগের কথা বলা হয়েছে। তবে গর্ভবতী মহিলা, স্তন্যদায়ী মা কিংবা ১২ বছরের কম বয়সী কোনও রোগীকে এই ইঞ্জেকশন দেওয়া যাবে না। স্বাস্থ্য মন্ত্রকের তরফে এও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, রেমডেসিভি একটি গবেষণামূলক থেরাপি। একে এখনই করোনার একমাত্র ওষুধ হিসেবে চিহ্নিত করা যাবে না।