এক্সপ্লোর
অচ্যুতানন্দন ভোট দিচ্ছেন, উঁকি মেরে বিতর্কে কেরল সিপিএমের নেতা

তিরুঅনন্তপুরম: প্রবীণ সিপিএম নেতা ভি এস অচ্যুতানন্দন ভোট দিচ্ছেন, আর উঁকি মেরে তা দেখার অভিযোগে বিপাকে কেরলে দলের নেতা জি সুধাকরণ। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ তুলেছে বিরোধী কংগ্রেস-ইউডিএফ। সুধাকরণ আম্বালাপুঝার সিপিএম বিধায়ক। এবার তিনি লড়ছেন ইউডিএফ জোটের জেডি(ইউ) প্রার্থী শেখ পি হ্যারিসের সঙ্গে। আলাপুঝার কংগ্রেস জেলা সভাপতি এ এ শুকুর মিডিয়াকে জানিয়েছেন, সুধাকরণ ভোটযুদ্ধে পোড়খাওয়া, অভিজ্ঞ নেতা হয়েও প্রাথমিক নির্বাচনী বিধিটাই মানেননি। শুকুর বলেছেন, নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি আমরা। সোমবার অচ্যুতানন্দন, তাঁর স্ত্রী ভোট দেওয়ার সময় একবার নয়, দু বার ভোটকক্ষে উঁকি মেরে দেখার চেষ্টা করেন উনি। যদিও বিধি ভাঙার অভিযোগ মানতে নারাজ সুধাকরণের দাবি, কোনও অন্যায়ই হয়নি। বরং তাঁর পাল্টা প্রশ্ন, তাহলে কেন ভোটকেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দিল পুলিশ? তিনি আইনের মুখোমুখি হতে তৈরি বলে জানিয়েছেন সুধাকরণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















