এক্সপ্লোর
Advertisement
রাজ্যসভায় মোদীর বিরুদ্ধে নোটিস সিপিএমের
নয়াদিল্লি: সংসদে এসেছেন, কিন্তু সভায় হাজির হয়ে নোট বাতিল ইস্যুতে নিজের বক্তব্য ব্যাখ্যা করে জানাচ্ছেন না, দূরে থাকছেন, এহেন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজ্যসভাকে অবমাননার নোটিস দিল সিপিএম।
এ কথা জানিয়ে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সভাকে অবমাননার অভিযোগে প্রস্তাব আনার নোটিস দিয়েছি। সভার নিয়মরীতি মেনে নোটিস পাঠানো হয়েছে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল ও চেয়ারম্যানের কাছে। গত ৮ নভেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে সাধারণ মানুষের অবর্ণনীয় দুর্দশা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, আশা করব, নোটিসটি বিবেচনা করা হবে। যদি না হয়, তাহলে কী কারণে হল না, জানতে চাইব। সভার এই অসম্মান মেনে নেওয়া যায় না। আমাদের কথা দেওয়া হল, প্রধানমন্ত্রী সভায় আসবেন, কিন্তু এক সপ্তাহ উনি এলেন না। এক সপ্তাহ বাদে আজ এলেন। কিছুক্ষণ বসে থেকে উঠে চলে গেলেন, আর ফিরলেন না।
টুজি কেলেঙ্কারি নিয়ে বিতর্কের প্রসঙ্গ তুলে ইয়েচুরি বলেন, তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কিন্তু তখন দু দিন সভায় ছিলেন, বিতর্কের পর যৌথ সংসদীয় দল (জেপিসি) তৈরি হয়।
লোকসভায়ও সভাকে অবমাননার নোটিস আনার কথা সিপিএম ভাবছে বলে জানান দলের সাংসদ মহম্মদ সেলিম। সংসদের কাছে প্রধানমন্ত্রী দায়বদ্ধ, বিষয়টি আমরা খতিয়ে দেখছি, বলেন তিনি।
শিল্প মহলের রিপোর্ট উদ্ধৃত করেও ইয়েচুরি দাবি করেন, নোট বাতিলের ধাক্কায় বিরাট ক্ষতি হচ্ছে বস্ত্রশিল্প, অলঙ্কার ও চামড়া শিল্পের। এইসব ক্ষেত্রে ইতিমধ্যে প্রায় চার লক্ষ মানুষ কাজ হারিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement