Live Updates: ওয়ার্কিং কমিটিতে দিনভর নাটকের পর সনিয়াতেই ভরসা কংগ্রেসের, থাকছেন অন্তর্বর্তী সভানেত্রী পদে, খবর সূ্ত্রের
কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ সনিয়া গাঁধীর। এই পরিস্থিতিতে দিল্লিতে শুরু কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সনিয়া দলের অন্তর্বতী সভাপতির পদ ছাড়তে ইচ্ছাপ্রকাশ করার পরে কংগ্রেসের একাংশ গাঁধী পরিবারের উপরেই ভরসা রাখতে চান।

Background
নয়াদিল্লি: কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ সনিয়া গাঁধীর। এই পরিস্থিতিতে দিল্লিতে শুরু কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সনিয়া দলের অন্তর্বতী সভাপতির পদ ছাড়তে ইচ্ছাপ্রকাশ করার পরে কংগ্রেসের একাংশ গাঁধী পরিবারের উপরেই ভরসা রাখতে চান। তাঁরা চান, সনিয়া বা রাহুলই দায়িত্বে থাকুন। এই তালিকায় রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ, কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, লোকসভার দলনেতা অধীর চৌধুরীর মতো নেতারা। কিছুদিন আগে বিগত ইউপিএ সরকারের মন্ত্রী, সাংসদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মিলিয়ে ২৩ জন কংগ্রেস নেতা সনিয়াকে চিঠি লিখে কার্যত দল পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন।






















