এক্সপ্লোর
Advertisement
Live Updates: ওয়ার্কিং কমিটিতে দিনভর নাটকের পর সনিয়াতেই ভরসা কংগ্রেসের, থাকছেন অন্তর্বর্তী সভানেত্রী পদে, খবর সূ্ত্রের
কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ সনিয়া গাঁধীর। এই পরিস্থিতিতে দিল্লিতে শুরু কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সনিয়া দলের অন্তর্বতী সভাপতির পদ ছাড়তে ইচ্ছাপ্রকাশ করার পরে কংগ্রেসের একাংশ গাঁধী পরিবারের উপরেই ভরসা রাখতে চান।
LIVE
Background
নয়াদিল্লি: কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ সনিয়া গাঁধীর। এই পরিস্থিতিতে দিল্লিতে শুরু কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সনিয়া দলের অন্তর্বতী সভাপতির পদ ছাড়তে ইচ্ছাপ্রকাশ করার পরে কংগ্রেসের একাংশ গাঁধী পরিবারের উপরেই ভরসা রাখতে চান। তাঁরা চান, সনিয়া বা রাহুলই দায়িত্বে থাকুন। এই তালিকায় রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ, কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, লোকসভার দলনেতা অধীর চৌধুরীর মতো নেতারা। কিছুদিন আগে বিগত ইউপিএ সরকারের মন্ত্রী, সাংসদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মিলিয়ে ২৩ জন কংগ্রেস নেতা সনিয়াকে চিঠি লিখে কার্যত দল পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন।
18:07 PM (IST) • 24 Aug 2020
কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী থাকছেন সনিয়াই।দিনভর নাটকের পরেও সনিয়াতেই ভরসা কংগ্রেসের, খবর সূত্রের
14:05 PM (IST) • 24 Aug 2020
কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীকে লেখা চিঠি নিয়ে আলোচনা হয়। বৈঠকে শীর্ষ নেতৃবৃন্দ এ ব্যাপারে অসন্তোষ ব্যক্ত করেন। গুলাম নবি আজাদ ইস্তফার ইচ্ছের কথা জানিয়েছেন।
14:02 PM (IST) • 24 Aug 2020
চিঠি লেখা নিয়ে রাহুল গাঁধীর বক্তব্যের পর কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, যদি তিনি কোনওভাবে বিজেপির সঙ্গে হাত মেলান, তাহলে তিনি ইস্তফা দেবেন।
13:54 PM (IST) • 24 Aug 2020
পরে সিব্বল বলেন, রাহুল তাঁকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, তাঁর বক্তব্য হিসেবে যা উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি। এ জন্য আমার ট্যুইট প্রত্যাহার করছি।
13:45 PM (IST) • 24 Aug 2020
রাহুল গাঁধীর বক্তব্যের জবাবে কপিল সিব্বল বলেছেন, রাহুল গাঁধী বলছেন যে, বিজেপির সঙ্গে আমাদের যোগসাজশ রয়েছে। কিন্তু গত ৩০ বছরে আমরা কখনও বিজেপির পক্ষে কোনও বিবৃতি দিইনি।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement