এক্সপ্লোর
সাইক্লোন বিধ্বস্ত শ্রীলঙ্কায় ত্রাণবোঝাই জাহাজ পাঠাল ভারত
কোচি: সাইক্লোন ‘রোয়ানু’-র দাপটে বিধ্বস্ত শ্রীলঙ্কা। একের পর এক ভূমি ধসে অন্তত ৬৩জনের মৃত্যু হয়েছে, ২০০টি পরিবারের কোনও খোঁজ মিলছে না। বিপন্নদের সাহায্যে শুক্রবারই নৌসেনার দুটি ত্রাণসামগ্রী বোঝাই জাহাজ শ্রীলঙ্কায় পাঠিয়েছে দিল্লি। আইএনএস সুনয়না ও আইএনএস সাটলেজ কোচি থেকে রওনা দিয়েছে কলম্বোর দিকে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ‘রোয়ানু’-র প্রভাবে দক্ষিণের রাজ্যগুলিতে আগামী কদিন টানা বৃষ্টি হবে, বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ‘রোয়ানু’ এখন বঙ্গোপসাগরের উত্তর পূর্বদিকে সরে এসেছে, বিশাখাপত্তনমের ১৬০ কিলোমিটার দূরে রয়েছে সেটি। ফলে ওড়িশা, অন্ধ্রের উপকূলে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাও বাদ পড়বে না। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে। এই পরিস্থিতিতে এই তিন রাজ্যের মৎস্যজীবীদের এদিন সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে যাঁরা সমুদ্রের ধারে নীচু এলাকায় বসবাস করেন, তাঁদের আপাতত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। উদ্ধারকারী দলগুলিকে তৈরি রাখা হয়েছে, খাবার, জল, ওষুধের মত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও তৈরি রাখা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement