এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
দলিত শিশু পড়ুয়াকে হাত দিয়ে মল তুলতে বাধ্য করল উঁচুজাতের লোক
![দলিত শিশু পড়ুয়াকে হাত দিয়ে মল তুলতে বাধ্য করল উঁচুজাতের লোক Dalit Girl Forced To Lift Her Excreta By Upper Caste Man In Mp দলিত শিশু পড়ুয়াকে হাত দিয়ে মল তুলতে বাধ্য করল উঁচুজাতের লোক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/22130423/rape1-580x366.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছাতারপুর : পড়তে পড়তে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে গিয়েছিল ছয় বছরের এক দলিত শিশুকন্যা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই একটি খোলা জায়গায় শৌচকর্মে বসে যায়। ওই দৃশ্য দেখে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে উঁচুজাতের এক ব্যক্তি। দলিত শিশুকন্যাটিকে সে মল সেখান থেকে নিজের হাতে তুলে নিয়ে যেতে বাধ্য করে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের লবকুশনগর তহশিলের গুধোরা গ্রামে।
লবকুশনগর থানার ইন-চার্জ জে ওয়াই খান বলেছেন, গতকাল সন্ধেয় এই ঘটনা ঘটে। মেয়েটি তার স্কুলে পড়াশোনা করছিল। শিক্ষকের অনুমতি নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বেরোয় সে। অভিযুক্ত পাপ্পু সিংহ মেয়েটিকে তার মল সরিয়ে নিয়ে যেতে বাধ্য করে।
মেয়েটি বাড়ি ফিরে পুরো ঘটনা পরিবারের লোকজনকে জানায়। তাঁরা নিজেদের সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পাপ্পুর বিরুদ্ধে বেআইনিভাবে জোর করে বেগার খাটানো এবং শিশুদের জন্য ন্যায়বিচার আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
ঘটনার পর থেকেই ফেরার পাপ্পু। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
উত্তর ২৪ পরগনা
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)