Hooghly News : পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন না পাওয়ায় অন্ধকারে ডুবল চুঁচুড়া
ABP Ananda Live : পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন না পাওয়ায় অন্ধকারে ডুবল চুঁচুড়া। রাস্তায় আলো জ্বালানোর দায়িত্বে থাকা অস্থায়ী কর্মীরা আলো না জ্বালানোয় অন্ধকারে চুঁচুড়া শহর। বেতনের দাবিতে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও। কাল ১ মাসের বেতন দেওয়া হবে আশ্বাস পুরসভার তরফে বেতন না পাওয়া পর্যন্ত রাতে আলো জ্বালানোর কাজ বন্ধ থাকবে, হুঁশিয়ারি চুঁচুড়া পুরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের। আয় বাড়াতে না পারলে বেতন সমস্যা মিটবে না, দাবি পুরসভার । জরুরি পরিষেবা চালু রাখা প্রয়োজন, পুরসভার এই অবস্থার কথা তৃণমূল নেতৃত্বে জানেন, নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, প্রতিক্রিয়া চুঁচুড়ার তৃণমূল বিধায়কের।
ফের তৃণমূল নেতাদের সঙ্গে একমঞ্চে পুলিশ। বুদবুদে একটি ফুটবল খেলার অনুষ্ঠানে তৃণমূলের ব্লক সভাপতির পাশে SI । ভিডিও পোস্ট করে তৃণমূল ও পুলিশের যোগসাজশের অভিযোগ তুলে সরব বিজেপি সাংসদ । 'আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লালন শেখকে সম্বর্ধনা' । 'হাততালি দিচ্ছেন মঞ্চে থাকা পুলিশ অফিসার' । 'এর থেকে আরও একবার স্পষ্ট সরকার ও শাসকের মধ্যে পার্থক্য নেই' । ভিডিও পোস্ট করে আক্রমণে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । 'রাজনৈতিক মঞ্চ নয়, খেলার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পুলিশ আধিকারিক' । পাল্টা দাবি আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লালন শেখের