ফিরে এলেন ‘ডান্সিং আঙ্কল’ সঞ্জীব শ্রীবাস্তব, এবার নাচলেন হৃত্বিকের ‘কহো না পেয়ার হ্যায়’-এর তালে, ভিডিও ভাইরাল
নয়াদিল্লি: ফিরে এলেন কয়েকদিন আগে বলিউড তারকা গোবিন্দার নাচ নকল করে ইন্টারনেট সেনসেশন হওয়া ডান্সিং আঙ্কল। এবার দেখালেন হৃত্বিক রোশনের ডান্স।
আসল নাম সঞ্জীব শ্রীবাস্তব। কিন্তু, সকলে তাঁকে এখন চেনেনে ডান্সিং আঙ্কল বলেই। সম্প্রতি, শ্রীবাস্তব নিজের টুইটার অ্যাকাউন্টে নিজের নাচের একটি ভিডিও পোস্ট করেন।
https://twitter.com/DabbutheDancer/status/1014089295479463936সেখানে দেখা যায় হৃত্বিক রোশন অভিনীত ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির টাইটেল ট্র্যাকের নাচের আদলে তিনি নাচছেন। ভিডিওতে তিনি লেখেন, এটি ‘নাচের মহাদেব’ হৃত্বিক রোশনকে উৎসর্গ করলাম।
কয়েকদিন আগে, গোবিন্দার ‘আপকে আ জানে সে’ নাচের আদলে নেচে সকলের নজরে এসেছিলেন সঞ্জীব। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। ওই নাচের পর সঞ্জীব জানিয়েছিলেন, নিজের আইডল গোবিন্দার সঙ্গে দেখা করতে চান।
https://www.facebook.com/SusuSwamy/videos/2133975586861020/গতমাসে, তাঁর সেই স্বপ্নপূরণ হয়। জনপ্রিয় টিভি শো ড্যান্স দিওয়ানের শোতে তিনি গোবিন্দার মুখোমুখি হন। প্রসঙ্গত, পেশায় অধ্যাপক সঞ্জীব শ্রীবাস্তব ভূপালের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনা করেন।
https://twitter.com/ColorsTV/status/1008733661775056896