তোলাবাজির অভিযোগে ঠাণেতে গ্রেফতার দাউদ ইব্রাহিমের ছোট ভাই ইকবাল কসকর
![তোলাবাজির অভিযোগে ঠাণেতে গ্রেফতার দাউদ ইব্রাহিমের ছোট ভাই ইকবাল কসকর Dawood Ibrahims Brother Iqbal Kaskar Arrested From Thane In Extortion Case তোলাবাজির অভিযোগে ঠাণেতে গ্রেফতার দাউদ ইব্রাহিমের ছোট ভাই ইকবাল কসকর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/18235250/iqbal-kaskar.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: একটি তোলাবাজির মামলায় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ছোট ভাই ইকবাল কসকরকে গ্রেফতার করল ঠাণে পুলিশ। সোমবার, তাকে গ্রেফতার করে ঠাণে পুলিশের অ্যান্টি-এক্সটর্শান সেল।
সূত্রের খবর, ইকবালকে পাকড়াও করে এনকাউন্টার স্পেশালিস্ট প্রদীপ শর্মা। সম্প্রতি, শর্মাকে ঠাণে পুলিশের দুর্নীতিদমন শাখার অ্যান্টি-এক্সটর্শান সেলে পুনর্বহাল করা হয়।
সূত্রের খবর, ইকবাল কসকরের গ্যাংয়ের নাম করে এক ব্যবসায়ীর থেকে মোটা টাকা দাবি করে কয়েকজন দুষ্কৃতী। ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ইকবালকে সোমবার গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আধিকারিকরা।
প্রসঙ্গত, একটি হত্যা মামলা এবং একটি অবৈধ নির্মাণ মামলায় অভিযুক্ত হওয়ার কারণে ২০০৩ সালে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ইকবালকে ভারতে ফেরত পাঠানো হয়। যদিও, ২০০৭ সালে দুটি মামলা থেকেই অব্যাহতি পায় ইকবাল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)