এক্সপ্লোর
Advertisement
Farmer Protest: দায় আপনাদের, কীভাবে সামলাবেন বুঝুন, কৃষি আইন নিয়ে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের
Farmer Bill Update: এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও ভি রামাসুব্রহ্মণিয়মের বেঞ্চ জানিয়ে দেয়, ‘আমরা কোনওপক্ষে কোনও নির্দেশিকা দেব না। বিষয়টা নিয়ে পুলিশ সিদ্ধান্ত নেবে। আর কর্তৃত্বের সঙ্গে দায়দায়িত্বও আপনাদের, কোর্ট আইন পাশ করেনি।’
নয়াদিল্লি: কেন্দ্রের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। কৃষি আইনের বিরোধিতায় ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে প্রস্তাবিত ট্র্যাক্টর র্যালি নিয়ে কেন্দ্রকে আবেদন প্রত্যাহারের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
এদিকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দশম দফার বৈঠকে যোগ দিতে আন্দোলনরত কৃষকদের প্রতিনিধি দল পৌঁছেছে বিজ্ঞানভবনে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষক বিক্ষোভ অথবা প্রস্তাবিত ট্র্যাক্টর র্যালি নিয়ে কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে কোনও নির্দেশ জারি করা হবে না। বুধবার কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, ‘কর্তৃত্বের সঙ্গে দায়দায়িত্বও আপনাদের। সুপ্রিম কোর্ট তো আর আইন পাশ করেনি।’ প্রধান বিচারপতি এসএ বোবদে জানান, এনিয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ।
প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে কৃষকদের ট্র্যাক্টর র্যালি নিয়ে রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও ভি রামাসুব্রহ্মণিয়মের বেঞ্চ জানিয়ে দেয়, ‘আমরা কোনওপক্ষে কোনও নির্দেশিকা দেব না। বিষয়টা নিয়ে পুলিশ সিদ্ধান্ত নেবে। আর কর্তৃত্বের সঙ্গে দায়দায়িত্বও আপনাদের, কোর্ট আইন পাশ করেনি।’
পাশাপাশি তাদের নিযুক্ত কমিটিকে নিয়ে চলা নেতিবাচক আলোচনাতেও ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত ভিডিও কনফারেন্সিংয়ের শুনানিতে মনে করিয়ে দিয়েছে, কমিটির কোনও সদস্যের হাতে কিন্তু কোনও ক্ষমতা হস্তান্তর করা হয়নি। তাদেরকে নিয়োগ করা হয়েছিল কৃষকদের সঙ্গে আলোচনা করে তাঁদের বক্তব্য আদালতের সামনে পেশ করতে। এখানে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কোথা থেকে ওঠে। গোটা ঘটনাক্রমে আখেরে সুপ্রিম কোর্টের গরিমাই ক্ষুণ্ণ হচ্ছে বলেই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার তিনটি কৃষি আইন জারি করে। আইনের ফলে আখেরে কৃষকদের সুবিধা হবে বলে বারবার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেও কৃষকরা সেই দাবি মানতে নারাজ। তারা তিন আইন প্রত্যাহার ও এমএসপি নিশ্চিত করার দাবিতে দিল্লি সীমানায় জড়ো হয়ে আন্দোলন-বিক্ষোভ চালাচ্ছেন। এর মাঝে নয় দফায় আলোচনা সত্বেও খোলেনি জট। কেন্দ্র যেমন নারাজ আইন প্রত্যাহারে, কৃষকরাও তেমন পিছু না হঠার অবস্থানে অনড়।
যে অবস্থাতে জট কাটাতে উদ্যোগী হয়ে চার সদস্যের কমিটি গড়েছিল কেন্দ্র। কিন্তু কৃষকদের একাংশের দাবি ছিল, কৃষি আইনের সমর্থকদের নিয়ে গড়া হয়েছে যে কমিটি। তারপর থেকেই জট কাটার বদলে আরও বেড়েছে। নিজেদের অবস্থানে অনড় কৃষকরা প্রজাতন্ত্র দিবসে রাজধানী রাজপথে ট্র্যাক্টর র্যালি করবেন বলে জানিয়ে রেখেছেন। যা থমকানোর লক্ষ্যেই দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement