Malda News: মালদার কালিয়াচকে মাদক পাচার চক্রের পর্দফাঁস, উদ্ধার ৫ কোটি টাকার মাদক
ABP Ananda Live: মালদার কালিয়াচকে মাদক পাচার চক্রের পর্দফাঁস। কালিয়াচকের বালুগ্রামে অভিযান চালিয়ে ৫ কোটি টাকার মাদক। সাড়ে ৫কেজি ব্রাউন সুগার এবং সাড়ে ৫ কেজি সোডিয়াম কার্বলিক উদ্ধার হয়েছে। মাদক পাচার চক্রের সঙ্গে ৬ থেকে ৭ জন জড়িত বলে পুলিশের দাবি। পাচারকারীদের খুঁজে জোরদার তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।
দোলের মাঝেই হুঙ্কার TMC সাংসদ পার্থর, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মানুষের সঙ্গে নেই..'
নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। প্রভাতফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বললেন, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে-ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না মানুষের সঙ্গে আছেন।'
কবি লিখেছিলেন, আলোকরসে মাতাল রাতে, বাজিল কার বেণু। দোলের হাওয়া সহসা মাতে, ছড়ায় ফুলরেণু। কিন্তু রাজনীতি সর্বস্ব বাংলাতে দোলের হাওয়াতেও রাজনীতি মিলেমিশে একাকার! দোলের দিনও বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন ব্য়ারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্য়ারাকপুর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আসতে, মানুষের সাথে আসতে, কোনও বিরোধী কেউ নেই।


















