এক্সপ্লোর
Advertisement
সিসিটিভিতে ধরা পড়েছিল চুরির আগে নাচ, এবার পুলিশের জালে সেই দুষ্কৃতীদের দল
নয়াদিল্লি: কিছুদিন আগে দিল্লিতে চুরির আগে চোরেদের দলের একজনের সিসিটিভি ক্যামেরার সামনে নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। গতকাল বুধবার সেই চোরেদের দল পাকড়াও হল পুলিশের হাতে।
উত্তর দিল্লির লাহোরি গেটের রাস্তায় লাগানো সিসিটিভি-তে চোরেদের দলের একজনের ওই নাচ ধরা পড়েছিল। একালার বিভিন্ন দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে টাকা পয়সা ও ইলেকট্রনিক সামগ্রী লুঠের আগে আনন্দের আতিশায্যে ওই চোর একপাক নেচে নেয়।
ভিডিওতে দেখা গিয়েছে যে, চোরেরা এই লেনে ঢুকছে এবং কেউ আশেপাশে রয়েছে কিনা, তা দেখে নিচ্ছে। দুষ্কৃতীদের মধ্যে চারজন যখন দোকানগুলির তালা ভাঙার কাজ করছে, তখন একজন কাজ হাসিলের আনন্দে খানিক নেচে নেয়।
গত ১০ জুলাই নভেলিটি সিনেমা এলাকায় ওই চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, দুষ্কৃতীরা একটা অটোরিক্সা করে এসেছিল। পুলিশের এক অফিসার জানিয়েছেন, যে সব সূত্র পাওয়া গিয়েছিল, তার ভিত্তিতে অনুসন্ধান করা হয়। আরটিও-র সাহায্যে ৩০০ অটোরিক্সাকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়। পরে প্রাপ্ত সূত্রের সঙ্গে কাজে লাগিয়ে পুলিশের তদন্তকারী দল দুটি অটোরিক্সাকে চিহ্নিত করে। ওই অটো দুটির চালকের গতিবিধিতে নজরদারি চালানো হয়। এরপর গোপন সূত্রের খবর পেয়ে দুটি অটো সব ছয় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) নুপূর প্রসাদ বলেছেন, অভিযুক্তদের নামও জানা গিয়েছে। একটি অটো , দুটি ল্যাপটপ, একটি এলসিডি , কয়েকটি ইলেট্রনিক সামগ্রী ও তালা ভাঙার সরঞ্জাম ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।#WATCH CCTV footage of a thief dancing before he and two other people attempt to break into a shop, in Delhi (10.07.18) pic.twitter.com/zWhyaqqKDP
— ANI (@ANI) July 11, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement