এক্সপ্লোর
Advertisement
হেরো নই! স্ত্রীকে দেখাতে গিয়ে বেচে দেওয়া অডি ফের চুরি করে গ্রেফতার বুকি
নয়াদিল্লি: দিল্লিতে এইমুহূর্তে জমি-দখলের পর সবচেয়ে লাভজনক অপরাধ এবং আয়ের জন্যে সুগম পথ হল জুয়া খেলা। সেই জুয়া মানুষকে কোন মানসিক পর্যায়ে নিয়ে যেতে পারে, প্রমাণিত হয়ে গেল সাম্প্রতিক এক ঘটনা থেকে। গতবছর এক বেটিংয়ে প্রায় সব টাকাই খুইয়ে ছিলেন দিল্লির এক বুকি, পরিণতিতে ওই ব্যক্তিকে বেচতে হয়েছিল প্রায় সবকিছুই, এমনকি তাঁর সাধের অডিটিও। দক্ষিণ-পশ্চিম দিল্লির নজফগড়ের বাসিন্দা ওই ব্যক্তি সবকিছুর মায়া ত্যাগ করতে পারলেও, নিজের অডি গাড়ির একটি ডুপ্লিকেট চাবি রেখে দিয়েছিলনে।
প্রসঙ্গত, নিজের অডিটি জুয়ায় সব হেরে বেচতে হলেও, মায়া ত্যাগ করতে পারেননি ওই ব্যক্তি। তাই তক্কে তক্কে ছিলেন ২৬ বছরের অমিত কুমার। সুযোগ পেতেই নিজের বেচে দেওয়া কালো অডিটি ফের চুরি করেন অমিত। ওই বুকির কথায়, এই গাড়িটি তাঁর কাছে শুধু একটি গাড়িই ছিল না। তাঁর স্ত্রী তাঁকে এই ক্ষতির পর ছেড়ে চলে যান। তাই বউকে দেখাতেই, তিনি বিশেষ কিছু হারাননি, সেই জন্যে ওই অডিটি চুরির ফাঁদ পাতেন।
গত ১১ অক্টোবর যে ব্যক্তিকে অমিত গাড়িটি বেচেছিলেন, সেখানে চলে যান। সুযোগ বুঝে নিজের গাড়িটি নিয়ে চম্পট দেন। তবে তাঁর এই জয় রাইড শেষ হয় গত শনিবার। দ্বারকা থেকে অমিতকে তাঁর অডি সহ গ্রেফতার করা হয়েছে, সঙ্গে গাড়ি থেকে একটি পিস্তল ও কার্তুজও বাজেয়াপ্ত করে পুলিশ।
তবে গ্রেফতার হওয়ার পর অমিত জানান, তিনি দিল্লির জনকপুরীতে একটি পনেরো হাজার টাকা মাইনের চাকরি করতেন।বিয়ে করেন এমবিএ পাস এক মহিলাকে। স্বল্প আয়ের জন্যে তাঁকে ছেড়ে চলে যান তাঁর স্ত্রী। এরপরই বেশি আয়ের জন্যে অপরাধের পথে হাঁটতে শুরু করেন অমিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement