এক্সপ্লোর
Advertisement
সংসদের সামনে তরুণীর একক প্রতিবাদ, তড়িঘড়ি সরাল পুলিশ, থানায় মারধরের অভিযোগ
তরুণী চিকিত্সককে ধর্ষণ করে খুনের ঘটনায় বিক্ষোভে উত্তাল হায়দরাবাদ শহর।ক্ষোভে ফুঁসছে সারা দেশ। এরইমধ্যে রাজধানীতে সংসদ ভবনের সামনে মহিলাদের ওপর অপরাধের বিরুদ্ধে তরুণীর একক প্রতিবাদ।অনু দুবে নামে ওই তরুণীর হাতে ছিল একটি প্ল্যাকার্ড।
নয়াদিল্লি: তরুণী চিকিত্সককে ধর্ষণ করে খুনের ঘটনায় বিক্ষোভে উত্তাল হায়দরাবাদ শহর।ক্ষোভে ফুঁসছে সারা দেশ। এরইমধ্যে রাজধানীতে সংসদ ভবনের সামনে মহিলাদের ওপর অপরাধের বিরুদ্ধে তরুণীর একক প্রতিবাদ।অনু দুবে নামে ওই তরুণীর হাতে ছিল একটি প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে লেখা ছিল-‘কেন? আমার নিজের ভারতে আমি নিজেকে নিরাপদ বোধ করতে পারি না’। সংসদ ভবনের ২-৩ নম্বর গেটের কাছে ফুটপাতে বসেছিলেন ওই তরুণী। সেখানে বসে তাঁকে কাঁদতে দেখা যায়। দিল্লি পুলিশের আধিকারিকরা তাঁর কাছে যান এবং তাঁকে যন্তর মন্তরে যাওয়ার পরামর্শ দেন। অস্বীকার করায় আটক করা হয় প্রতিবাদী তরুণীকে।পুলিশের গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়।
থানায় নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। যদিও পুলিশ তা মানতে নারাজ। তাদের দাবি, আন্দোলনরত ওই তরুণীই অভব্য আচরণ করেন।
পুলিশ বলেছে, ওই তরুণীকে থানায় নিয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে কয়েকজন আধিকারিক কথা বলেন এবং তাঁকে বাড়ি ফিরে যেতে বলেন। পুলিশ বলেছে, ওই তরুণী নিজের পরিচয় জানাননি ।
যদিও পুলিশের এই বক্তব্য মানতে নারাজ দিল্লির মহিলা কমিশন। পুলিশের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেছেন, 'হায়দরাবাদের নৃশংস ধর্ষণের ঘটনায় মর্মাহত হয়ে এক ছাত্রী যখন প্রতিবাদ করছেন, তখন তাঁকে আটক করে মারধর করল দিল্লি পুলিশ। আমি মেয়েটির সঙ্গে থানায় গিয়ে দেখা করেছি। ও ভয় পেয়ে গিয়েছে। কেউ প্রতিবাদ করলে কী এমনই পরিণতি হবে?'
মালিওয়ালের ট্যুইট-এই লজ্জাজনক ঘটনা নিয়ে দিল্লি মহিলা কমিশন নোটিশ পাঠাবে। জড়িতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।
উল্লেখ্য, থানা থেকে বেরিয়ে অনু দুবে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement