এক্সপ্লোর
Advertisement
জেরায় ‘সিরিয়াল রেপিস্টে’র স্বীকারোক্তি ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়ে নাবালিকাদের ওপর চলত যৌন নির্যাতন
নয়াদিল্লি: শনিবার দিল্লি পুলিশের জালে ধরা পড়ে প্রায় ৬০০ নাবালিকাকে যৌন নির্যাতনের দায় অভিযুক্ত ‘সিরিয়াল রেপিস্ট’ সুনীল রাস্তোগি। ৩৮ বছরের সুনীল পুলিশি জেরার মুখে জানিয়েছে, স্কুল ফেরত নাবালিকারাই ছিল তার মূল টার্গেট। তাদের ভুল বুঝিয়ে দিল্লির নিউ অশোকনগর এলাকার কোনও নির্মীয়মান বাড়ির ছাদে নিয়ে গিয়ে সেখান থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়ে চালানো হত যৌন নির্যাতন ।
সুনীল জানিয়েছে, সে স্কুলছাত্রীদের বলত তার বাবা তার জন্যে নতুন পোশাক পাঠিয়েছে। এই বলে সেই কিশোরীকে ফাঁকা বাড়ির ছাদে নিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে তার সামনে পোশাক বদলাতে বলত। সেটা না করলে তাদের ছাদ থেকে ধাক্কা দেওয়ার হুমকি দিত। সুনীল সম্পর্কে এই কথা জানিয়েছে নির্যাতনের শিকার তিনি কিশোরীও। যদিও পারিবারিক সম্মান ও জীবনের ভয়, তারা কেউ পুলিশের সামনে প্রথমে মুখ খোলেনি বলে জানা গিয়েছে। ধৃত সিরিয়াল রেপিস্ট জানিয়েছে, ফাঁকা ছাদ না পেলে কোনও বাড়ি যেখানে মূলত সবাই পেইন গেস্ট হিসেবে থাকে, সেখানে দুপুর বেলা নিয়ে গিয়ে নিজের লালসা মেটাত সুনীল। তার মূল কর্মকাণ্ডের জায়গা ছিল দিল্লির নিউ অশোকনগর এলাকা।
ধৃত সুনীল পেশায় দর্জি। সে বিয়েও করেছিল, তার পাঁচটি সন্তানও রয়েছে। তার মধ্যে তিনটি মেয়ে। পুলিশ সেই তিন মেয়েকেও জিজ্ঞাসাবাদ করছে, কারণ কোনওভাবে তাদের বাবা তাদেরও ক্ষতি করার চেষ্টা করেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত রাস্তোগিকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement