এক্সপ্লোর
মুকুলের ফোনে আড়িপাতা মামলায় কেন্দ্র, রাজ্যকে নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট
![মুকুলের ফোনে আড়িপাতা মামলায় কেন্দ্র, রাজ্যকে নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট Delhi HC notice to Centre, WB govt on phone tapping charge মুকুলের ফোনে আড়িপাতা মামলায় কেন্দ্র, রাজ্যকে নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট](https://static.abplive.com/abp_images/502686/thumbmail/etx-mukul-roy-at-nizam-pala.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মুকুল রায়ের দায়ের করা ফোনে আড়িপাতা মামলায় রাজ্যকে হলফনামা দিয়ে বক্তব্য জানানোর নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। রাজ্য সরকার মুকুলের আবেদনের বিরোধিতা করেছে। ৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। একই নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারকে।
তৃণমূলের প্রাক্তন সাংসদ মুকুল রায়ের অভিযোগ ছিল, যখন তিনি পশ্চিমবঙ্গে থাকছেন, রাজ্য পুলিশ তখন আড়ি পাতছে তাঁর ফোনে। তাঁর গতিবিধির ওপর নজর রাখছে তারা। দিল্লি হাইকোর্টের বিচারপতি বিভু বাখরু কেন্দ্র ও রাজ্য সরকারকে এ ব্যাপারে বক্তব্য জানাতে বলেছেন। একই নোটিশ পাঠানো হয়েছে মুকুল যাদের কাছ থেকে মোবাইল পরিষেবা নেন, সেই এমটিএনএল ও ভোডাফোনকে।
নোটিশের জবাবে এফিডেভিট করে আদালতকে জানাতে হবে, সত্যি সত্যিই মুকুলের ফোনে আড়ি পাতা চলছে কিনা।
আজ শুনানিতে কেন্দ্র, রাজ্য উভয় সরকারের আইনজীবীই বলেন, এই মামলার শুনানি এখানে নয়, পশ্চিমবঙ্গে হওয়া উচিত।
মুকুল আবার তাঁকে মোবাইল পরিষেবা প্রদানকারী দুই সংস্থার কাছে জানতে চেয়েছেন, কেন্দ্র বা রাজ্য- কোনও সরকার তাঁর বা তাঁর আত্মীয়দের মোবাইলে আড়িপাতার জন্য তাদের নির্দেশ দিয়েছে কিনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)