এক্সপ্লোর
Advertisement
স্ত্রীকে ৩৫ বার ছুরিকাঘাত, বাঁচাতে এলে ছেলেকেও আক্রমণ বাবার, গ্রেফতার অভিযুক্ত
নয়াদিল্লি: স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। শুধুমাত্র এই সন্দেহর বশে স্ত্রীকে ৩৫ বার ছুরিকাঘাত করে খুন করল স্বামী। মাকে বাঁচাতে এলে ছেলেকেও আঘাত করে বাবা। ঘটনাটি ঘটে বুধবার। গতকালই সন্ধেবেলা রাজধানী দিল্লির দিলশাদ গার্ডেন এলাকা থেকে বিনোদ বিশ্টকে গ্রেফতার করে পুলিশ।
ষোল বছর আগে বিয়ে হয় ৪৩ বছর বয়সি বিনোদের সঙ্গে ৩৬ বছরের রেখার। গতকাল তাঁদের মধ্যে মারাত্মক অশান্তি হয়। তারপরই রেখাকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করেন বিনোদ। মাকে এভাবে আঘাত করছে দেখে বাঁচাতে এগিয়ে আসে দম্পতির ১৫ বছরের ছেলে ভীনিত। তাকেও আঘাত করে বাবা। আক্রান্ত অবস্থায় এখন সে সরকারি হাসপাতালে চিকিত্সাধীন। ভীনিতের ছোট ভাই সঞ্চিত ওই ঘটনার সময় মামারবাড়িতে ছিল।
পুলিশ সূত্রে খবর, রেখার ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বিনোদের সন্দেহ ছিল, তাঁর স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত। বিনোদ একটি বেসরকারি কেটারিং সংস্থায় কর্মরত ছিলেন। জেরায় বিনোদ জানিয়েছেন, স্ত্রীর মোবাইলে সন্দেহজনক কিছু মেসেজ তিনি দেখেছিলেন। তারপর এক ব্যক্তির সঙ্গেও স্ত্রীকে দীর্ঘক্ষণ কথা বলতে শোনেন তিনি। এই নিয়ে তাঁদের মধ্যে মাঝেমধ্যেই অশান্তি লেগে থাকত। তার জন্যেই গতকাল তিনি এভাবে আক্রমণ করেন তাঁর স্ত্রীকে।
সহধারার ডেপুটি কমিশনার নুপূর প্রসাদ জানিয়েছেন, বিনোদ যখন বুধবার ভোর সাড়ে পাঁচটার সময় বাড়ি ফেরেন, তখনই তিনি সঙ্গে করে ছুরিটি নিয়ে এসেছিলেন। এরপর ওই বিল্ডিংয়ে নিজের ভাইয়ের ফ্ল্যাটটি বাইরে থেকে বন্ধ করে, রেখার ওপর আক্রমণ চালান বিনোদ। বড় ছেলে বুঝতে পেরে বাঁচাতে আসলে, সেও আহত হয়। পরে তার চিত্কারেই বাড়ির অন্য প্রতিবেশীরা ঘটনাস্থলে আসে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement