এক্সপ্লোর
শশী তারুরের বাড়িতে চুরি, খোয়া গেল বহু মূল্যবান প্রাচীন মূর্তি

নয়াদিল্লি: কংগ্রেস নেতা শশী তারুরের বাড়িতে চুরি। তুঘলক রোড থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন তিনি। সূত্রের খবর, তারুরের দিল্লির লোধি এস্টেটের বাড়ি থেকে চুরি গিয়েছে বহু মূল্যবান মূর্তি। তারুরের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গিয়েছে, বাড়ির দেওয়াল বেয়ে ভিতরে ঢোকে চোর। চুরি যায় ১২ টি প্রাচীন নটরাজের মূর্তি, ১২ টি ছোট গণেশের মূর্তি, ১০ টি ছোট হনুমানের মূর্তি, ১২ টি ৩২ জিবি-র পেন ড্রাইভ এবং একটি ইন্টারনেট ডঙ্গল। তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও অধরা অভিযুক্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















